হিজবুলের আরও এক জঙ্গিকে গ্রেফতার করল সেনা বাহিনী, উদ্ধার অস্ত্র
ওয়েব ডেস্ক : হিজবুল মুজাহিদিনের আরও এক জঙ্গিকে গ্রেফতার করল সেনা বাহিনী। ধৃতের নাম শাহিদ আহমেদ। হিজবুলের ওই জঙ্গিকে জানিয়াপোরা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত জঙ্গির কাছ থেকে একটি চায়না পিস্তল, ৯ রাউন্ড গুলি এবং ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
J&K: Security forces arrested Hizbul Mujahideen terrorist Shahid Ahmad Wani from Zainapora. 1 Chinese pistol, 9 rounds& a magazine recovered pic.twitter.com/TGj75F3JGW
— ANI (@ANI) August 21, 2017
J&K: Security forces busted a hideout of terrorists in Ganderbal's Akhal, 1 AK 56 Rifle & 2 Magazines seized pic.twitter.com/A3TEWXtnMy
— ANI (@ANI) August 21, 2017
সেনা সূত্রে খবর, গান্ডেরওয়ালের আখাল থেকেও সোমবার জঙ্গি ঘাঁটি উত্খাত করেছে সেনা বাহিনী। সেখান থেকে এ কে ৫৭ সহ বেশ কিছু ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে খবর।
এদিকে গোয়েন্দা রিপোর্টে দেখা যাচ্ছে, ২০১৬ সালে কাশ্মীরে ঢুকেছিল ১২৩ জঙ্গি। চলতি বছর জুলাই মাস পর্যন্ত ৭৮ জন বেশি জঙ্গি উপত্যকায় প্রবেশ করেছে। জঙ্গি নিধনে ক্রমাগত অভিযান শুরু করেছে সেনা বাহিনী। আর তার জেরেই ১২৩ জন জঙ্গিকে নিরাপত্তা রক্ষীরা নিকেশ করেছেন বলে জানা যাচ্ছে। যার মধ্যে অস্কর, হিজবুল সহ আরও বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠির সদস্য রয়েছে বলে খবর।