নাবিকের বিচার পর্ব ঘিরে চরমে পৌঁছল ভারত-ইতালি টানাপোড়েন
কেরলের মত্স্যজীবী হত্যায় অভিযুক্ত দুই ইতালিয় নাবিকের বিচার পর্ব ঘিরে চরমে পৌঁছল ভারত-ইতালি টানাপোড়েন। ভারতের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে নিজেদের রাষ্ট্রদূতকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছে রোম।
কেরলের মত্স্যজীবী হত্যায় অভিযুক্ত দুই ইতালিয় নাবিকের বিচার পর্ব ঘিরে চরমে পৌঁছল ভারত-ইতালি টানাপোড়েন। ভারতের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে নিজেদের রাষ্ট্রদূতকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছে রোম।
পাশাপাশি, রোমে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে, বিচারে দেরির জন্য অসন্তোষ প্রকাশ করা হয়েছে। ইতালির বিদেশমন্ত্রকের তরফে সরকারিভাবে অবশ্য জানানো হয়েছে, পরামর্শ করতেই রাষ্ট্রদূতকে ডেকে পাঠাচ্ছে তারা।
যদিও, ইতালি সরকারের সূত্রে খবর, দুই নাবিককে ফিরিয়ে নিয়ে যেতে এভাবেই কূটনৈতিক চাপ বজায় রাখবে ইতালি সরকার। ২০১২ সালের ফেব্রুয়ারিতে কেরল উপকূলে দুই ইতালিয় নাবিকের গুলিতে মৃত্যু হয়েছিল দুই ভারতীয় মত্স্যজীবীর। এরপর থেকেই অভিযুক্ত দুই নাবিকের বিচার ঘিরে দুদেশের টানাপোড়েন চলছে।
এর আগেও সুপ্রিম কোর্টের বিশেষ অনুমতি নিয়ে ক্রিসমাসে দেশে যাওয়ার পর ভারতে ফিরতে অস্বীকার করে দুই নাবিক। সেবার কূটনৈতিক চাপ প্রয়োগ করেই তাদের ফিরিয়ে এনেছিল ভারত।