২০০ কোটি টাকার সম্পত্তি সরকারি ইঞ্জিনিয়ারের! ফাঁস আয়কর হানায়
প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তির মালিক নয়ডা অথরিটি প্রকল্পের সরকারি ইঞ্জিনিয়ার
নিজস্ব প্রতিবেদন: নয়ডা অথরিটি প্রকল্পের সরকারি ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে তদন্তে নেমে হতবাক আয়কর দফতরের আধিকারিকরা। কয়েকশ কোটি টাকার সম্পত্তির মালিক ইঞ্জিনিয়ার ব্রিজপাল সিং। দামী এসইউভি, বহুমূল্যের গয়না-সহ প্রায় ২০০ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিক ব্রিজপাল।
শনিবার সেক্টর ২৭-এ ব্রজপালের বাংলোয় তল্লাশি চালায় আয়কর দফতর। সেখানে গিয়ে যে সম্পত্তির হিসাব পেয়েছেন আধিকারিকরা, তাতে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। মার্সিডিজ বেঞ্জ, টয়োটা ফরচুনারের মতো বিদেশি এসইউভি রয়েছে ব্রিজপাল সিংয়ের গাড়িশালে। সোনাদানা তো রয়েইছে, ২২টি স্থাবর সম্পত্তির নথিও উদ্ধার হয়েছে। ব্যাঙ্কোয়েট হল, বাংলো, খামারবাড়ি, স্কুল-সহ একাধিক প্লট রয়েছে ব্রিজপাল ও তাঁর আত্মীয়দের নামে। যার আর্থিক মূল্যে প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তি। ১০ লক্ষ টাকার নগদও মিলেছে।
নয়ডা অথরিটি প্রকল্পে নিজের পরিচিতদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ব্রিজপালের বিরুদ্ধে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির খবর ছড়ানোর পরই তাঁকে সাসপেন্ড করেছে উত্তরপ্রদেশ সরকার। বিষয়টি নজর রেখেছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
আরও পড়ুন- সরকার গঠনের মাস ঘোরার আগেই বিদ্রোহ কর্ণাটক কংগ্রেসে!