মহাকাশ অভিযানে ভারতের সেঞ্চুরি, সফল উৎক্ষেপণ হল পিএসএলভি-সি৪০ রকেটের
নতুন বছরে স্পেস এজেন্সির প্রথম মিশন সফল হবে বলেই আশাবাদী ইসরো। সতীশ ধাওয়ানের নামে নামাঙ্কিত শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি৪০-এর সফল উৎক্ষেপণের জন্য ইসরোর গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন দেশের উপ-রাষ্ট্রপতি।
ওয়েব ডেস্ক: প্রথমবারের চেষ্টা বিফলে গিয়েছিল। মহাকশে স্যাটেলাইট যান পাঠিয়ে সফল হয়নি ভারত। চ্যালেঞ্জ নিয়েছিল ইসরো। সফল হতেই হবে। দ্বিতীয় চেষ্টাতেই বিশ্বকে বিবেকানন্দের দেশ বুঝিয়ে দিল, হ্যাঁ আমরাই পারি। জাতীয় যুব দিবসে ১০০ তম স্যাটেলাইট পিএসএলভি-সি৪০ রকেটের সফল উৎক্ষেপণ করল ভারত। আজই অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহকলের সফল উৎক্ষেপণ হয়েছে। এই রকেটে রয়েছে 'কার্টোস্যাট-২'-এর মত আবহওয়া পরিমাপক স্যাটেলাইট সহ আরও ৩০টি স্যাটেলাইট।
PSLV-C40 Successfully Launches Cartosat-2 Series Satellitehttps://t.co/bTZaQRjLmo
— ISRO (@isro) January 12, 2018
গত বছর অগাস্টে আইআরএনএসএস-১এইচ এর উৎক্ষেপণ সাফল্যের মুখ দেখেনি। নতুন বছরে স্পেস এজেন্সির প্রথম মিশন সফল হবে বলেই আশাবাদী ইসরো। সতীশ ধাওয়ানের নামে নামাঙ্কিত শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি৪০-এর সফল উৎক্ষেপণের জন্য ইসরোর গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন দেশের উপ-রাষ্ট্রপতি।
I congratulate the entire team of @isro for the successful launch of 100th satellite #PSLVC40 from Satish Dhawan Space Centre in Sriharikota today. pic.twitter.com/WvanbsF7ty
— VicePresidentOfIndia (@VPSecretariat) January 12, 2018
আরও পড়ুন- মেহসানায় প্রত্যাবর্তন কংগ্রেসের, জন্মস্থানেই জোর ধাক্কা খেলেন মোদী