গোয়েন্দা এমিস্যাট-সহ ২৯ উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর পিএসএলভি-সি৪৫
এবারই প্রথম সাধারণ মানুষ উত্ক্ষেপণ দেখলেন ইসরোর ভিজিটর্স গ্যালারি থেকে
নিজস্ব প্রতিবেদন: ইসরোর মুকুটে নতুন পালক। সোমবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিল ইসরোর রকেট পিএসএলভি-সি ৪৫। সঙ্গে নিয়ে গেল ডিআরডিও-র কৃত্রিম উপগ্রহ এমিস্যাট-সহ আরও ২৮ ছোট উপগ্রহ। এগুলো সবই বিদেশি।
আরও পড়ুন-ত্রিপুরার মতো গোটা দেশকে চমকে দেবে ওড়িশা বিধানসভা নির্বাচনের ফল: মোদী
কী কাজ করবে এমিস্যাট? এটি আসলে ডিআরডিও-র চর উপগ্রহ। এটি শত্রুর রেডার খুঁজে বের কারবে। পাশাপাশি এই উপগ্রহটি সামরিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের আগাম সতর্কতা দেবে।
#WATCH Sriharikota: ISRO's #PSLVC45 lifts off from Satish Dhawan Space Centre, carrying EMISAT & 28 customer satellites on board. #AndhraPradesh pic.twitter.com/iQIcl7hBIH
— ANI (@ANI) April 1, 2019
#WATCH live from Sriharikota: ISRO's #PSLVC45 lifts off from Satish Dhawan Space Centre, carrying EMISAT & 28 customer satellites on board. https://t.co/ia5WKcp9lR
— ANI (@ANI) April 1, 2019
মহাকাশে পাঠানো ২৮টি উপগ্রহ মোট তিনটি দেশের। এগুলিকে স্থাপন করা হবে তিনটি ভিন্ন কক্ষপথে। সম্প্রতি মিশন শক্তি অভিযানে এস্যাট ক্ষেপণাস্ত্রের সাহায্যে একটি উপগ্রহ ধ্বংস করেছে ভারত। এর পর শত্রুর গতিবিধি নজর রাখার ব্যাপারে এমিস্যাট-এর ওপরে বেশ খানিকটা নির্ভর করবে ডিআরডিও।
আরও পড়ুন-পুলওয়ামায় ৪ জঙ্গিকে খতম করল সেনা, এলাকা ঘিরে চলছে তল্লাশি
এমিস্যাটের উত্ক্ষেপণের উল্লেখযোগ্য বিষয় হল, এবারই প্রথম সাধারণ মানুষ উত্ক্ষেপণ দেখলেন ইসরোর ভিজিটর্স গ্যালারি থেকে।