বাতিল হওয়া ভারতীয় ৫০০ ও ১০০০ টাকার নোট কিনছে পাকিস্তান

নতুন ভারতীয় ২০০, ৫০০ ও ২০০০ টাকার নোটে ছাপিয়ে ভারতের বাজারে ছাড়া হচ্ছে

Updated By: Jun 8, 2018, 03:26 PM IST
বাতিল হওয়া ভারতীয় ৫০০ ও ১০০০ টাকার নোট কিনছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদন : ভারতের বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট সংগ্রহে নেমেছে পাক গুপ্তচর সংস্থা আএসআই। সেই নোট সংগ্রহ করে তারা তা দিয়ে জাল নোট তৈরি করছে। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে ভারতীয় গোয়েন্দাদের কাছে।

গোয়েন্দারা জানিয়েছে, ভারতের একাধিক রাজ্য থেকে পুরনো নোট জোগাড়ে নেমেছে পাচারকারীরা। এরপর সেই নোট ভারতের থেকে প্রথমে নেপালে পাচার হয়ে যাচ্ছে। সেখান থেকে সহজেই চলে যাচ্ছে পাকিস্তানের করাচি বা পেশোয়ারে। সেই নোটের থেকে প্রথমে বের করে নেওয়া হচ্ছে আরবিআই-এর সুরক্ষা রেখা। এরপর সেই নোট নতুন ভারতীয় ২০০, ৫০০ ও ২০০০ টাকার নোটে ছাপিয়ে ভারতের বাজারে ছাড়া হচ্ছে। এরকম কোটি কোটি টাকার জাল নোট ভারতে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে বলে গোয়েন্দারা জানিয়েছেন।

এই কাজে আইএসআই-কে সাহায্য করতে নেপালের কয়েকটি পাচারচক্র কাজ করে চলেছে। ইতিমধ্যেই এই পাচারচক্রের খোঁজ নিচ্ছে গোয়েন্দারা।

আরও পড়ুন- চাকরি থেকে বরখাস্ত করায় গুলি মিত্সুবিসির এইচআরকে

.