ICSE এবং ISC-এর ফলে দেশজুড়ে বঙ্গ মেধার জয় জয়কার

'ভারত সভায় শ্রেষ্ঠ আসন কলকাতার'। 'কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেশন এক্সামিনেশনস' এর প্রকাশিত ফল অনুযায়ী সারা ভারতে প্রথম স্থান অধিকার করেছে কলকাতার অনন্যা মাইতি। ঐতিহ্যবাহী বিদ্যালয় 'দ্য হেরিটেজ স্কুল'-এর ছাত্রী অনন্যা মাইতি উচ্চমাধ্যমিক পরীক্ষায় শতাংশের বিচারে নাম্বার পেয়েছেন ৯৯.৫০%। এই ফল অনুযায়ী অনন্যা মাইতিই গোটা ভারতে ISC-তে প্রথম স্থান অধিকার করেছে। সারা ভারতের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে লখনউ-এর মেয়ে আয়ুষী। শতাংশের বিচারে তাঁর প্রাপ্ত নম্বর ৯৯.২৫%। কাউন্সিলের প্রকাশিত তথ্য অনুযায়ী এবার গোটা ভারতে ISC বোর্ডের অন্তর্গত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পাশের হার ৯৬.৪৭ শতাংশ। 

Updated By: May 29, 2017, 05:15 PM IST
ICSE এবং ISC-এর ফলে দেশজুড়ে বঙ্গ মেধার জয় জয়কার

ওয়েব ডেস্ক: 'ভারত সভায় শ্রেষ্ঠ আসন কলকাতার'। 'কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেশন এক্সামিনেশনস' এর প্রকাশিত ফল অনুযায়ী সারা ভারতে প্রথম স্থান অধিকার করেছে কলকাতার অনন্যা মাইতি। ঐতিহ্যবাহী বিদ্যালয় 'দ্য হেরিটেজ স্কুল'-এর ছাত্রী অনন্যা মাইতি উচ্চমাধ্যমিক পরীক্ষায় শতাংশের বিচারে নাম্বার পেয়েছেন ৯৯.৫০%। এই ফল অনুযায়ী অনন্যা মাইতিই গোটা ভারতে ISC-তে প্রথম স্থান অধিকার করেছে। সারা ভারতের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে লখনউ-এর মেয়ে আয়ুষী। শতাংশের বিচারে তাঁর প্রাপ্ত নম্বর ৯৯.২৫%। কাউন্সিলের প্রকাশিত তথ্য অনুযায়ী এবার গোটা ভারতে ISC বোর্ডের অন্তর্গত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পাশের হার ৯৬.৪৭ শতাংশ। 

অন্যদিকে ICSE (মাধ্যমিক)-এর ফল অনুযায়ী সারা ভারতে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে মুসকান আব্দুল্লা পাঠান এবং অশ্বিন রাও। এই দুই কৃতী শিক্ষার্থীই ICSE (মাধ্যমিক)-তে শতাংশের হারে নাম্বার পেয়েছেন ৯৯.৪ শতাংশ। উল্লেখ্য ICSE (মাধ্যমিক)-তে দেশে দ্বিতীয় এবং রাজ্যে প্রথম হয়েছে দেবশ্রী পাল।   

রেজাল্ট দেখতে লগ ইন করুন কাউন্সিলের ওয়েবসাইটে- www.cisce.org 

.