ওয়েব ডেস্ক : বিমানে তো হামেশাই যাতায়াত করেন কিন্তু, আকাশে উড়তে গিয়ে কি হয় জানেন? অর্থাত, আপনি যখন সিট বেল্ট বেধে মাঝ আকাশে উড়ছেন, সেই সময় আপনার লাগেজ নিয়ে কি হচ্ছে কিংবা সেখান থেকে কিছু খোয়া যাচ্ছে কি না জানেন?
আরও পড়ুন : সামনেই ধনতেরাস, সম্পদ বৃদ্ধিতে কী কী করবেন দেখে নিন..
সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিমান যাত্রীদের লাগেজ হাতড়াচ্ছেন এক যুবক। এখানেই শেষ নয়, এরপর ওই যুবক আক যাত্রীর ব্যাগ থেকে কিছু বের করে নিচ্ছেন বলেও পাওয়া যায় ইঙ্গিত। সম্প্রতি এক বিমান সংস্থার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলে তদন্ত শুরু হয়।
মনিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং ওই ভিডিওটি সামনে আসার পরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। তদন্তের পর দেখা যায়, বিমানের এক যাত্রীর ব্যাগ থেকে একটি ব্লুটুথ খোয়া গিয়েছে। ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু হলে, তিনি সবটাই স্বীকার করে নেন।
দেখুন সেই ভিডিও..
Our luggage in the flights are save or not pls see .@Shubhrastha @RajatSethi86 @RepubIicofIndia pic.twitter.com/7yBvEYnKBt
— N Biren Singh (@NBirenSingh) October 16, 2017
Our luggage in the flights are safe or not pls see . pic.twitter.com/hIc5irvPba
— N Biren Singh (@NBirenSingh) October 16, 2017
বিমানে ব্যাগপত্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল এই ভিডিও..