ভিক্ষা দেওয়ার আগে অথবা মাফ করো বলার আগে একবার ভাববেন

 আপনি কি ভিক্ষুকদের পয়সা দেন? নাকি মাফ করো বলে এড়িয়ে যান? যেমনটাই হোক, একটা কথা অন্তত ঠিক যে, আমার, আপনার রোজকার জীবনে আমরা প্রায় সবসময়ই ভিক্ষুকদের দেখতে পাই। গরিব দেশ আমাদের। তাই খুবই স্বাভাবিক ঘটনা এটা।

Updated By: Jun 11, 2016, 05:01 PM IST
 ভিক্ষা দেওয়ার আগে অথবা মাফ করো বলার আগে একবার ভাববেন

ওয়েব ডেস্ক:  আপনি কি ভিক্ষুকদের পয়সা দেন? নাকি মাফ করো বলে এড়িয়ে যান? যেমনটাই হোক, একটা কথা অন্তত ঠিক যে, আমার, আপনার রোজকার জীবনে আমরা প্রায় সবসময়ই ভিক্ষুকদের দেখতে পাই। গরিব দেশ আমাদের। তাই খুবই স্বাভাবিক ঘটনা এটা।

কিন্তু এই স্বাভাবিক ঘটনার মধ্যেই জেনে নিন, এস্বাভাবিক তথ্য। ভারতের প্রায় তিন লক্ষ ভিক্ষুকের মধ্যে ৭৫ হাজারই উচ্চমাধ্যমিক পাশ! মানে, আমাদের দেশের মোট ভিক্ষুকের ২১ শতাংশই শিক্ষিত। এবং তাঁরা শুধুই স্বাক্ষর নন, বেশ খানিকটা লেখাপড়া করেছেন। কিন্তু পরিস্থিতির জন্য ভিক্ষা করেন। এবার নিশ্চয়ই মাফ করো বলার আগে, আরেকবার ভাববেন যে, আসলে কে কাকে মাফ করবেন!

.