ওয়েব ডেস্ক: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন শিনা বোরা হত্যা কান্ডের মূল অভিযুক্ত ইন্দ্রানী মুখার্জী। হাসপাতাল সূত্রের খবর, মুম্বাইয়ের জেজে হাসপাতালে ভর্তি আছেন তিনি। ৬৪ হাজার অবধি নিচে নেমে যাচ্ছে তাঁর ব্লাড প্লেটলেট।   

চলতি মাসের প্রথম দিকে, ইন্দ্রানীর কোকেন পাওয়া গিয়েছিল। মহারাষ্ট্র জেলে বন্দী ছিলেন তিনি। এরপর বাইকুল্লা জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। জেল সূত্রের খবর, হঠাত্ই অসুস্থতা বোধ করেন তিনি। তাঁকে ভর্তি করা হয় স্যার জেজে হাসপাতালে। সেখানেই ৫ দিন ধরে চিকিত্সাধীন অবস্থায় রয়েছে তিনি।

প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না এবং প্রাক্তন ড্রাইভার সামভার রাইয়ের সঙ্গে বাইকুল্লা জেলে বন্দী ছিলেন ইন্দ্রানী।

 

English Title: 
Indrani Mukerjea, prime accused in Sheena murder, down with dengue
News Source: 
Home Title: 

জেলে ডেঙ্গিতে আক্রান্ত ইন্দ্রানী মুখার্জী 

জেলে ডেঙ্গিতে আক্রান্ত ইন্দ্রানী মুখার্জী
Yes
Is Blog?: 
No
Section: