১০ ঘণ্টা ভাইজাগে আটকে থাকার পর উড়ল ইন্ডিগোর বিমান

অবশেষে দুর্ভোগের হাত থেকে রেহাই। ১০ ঘণ্টা ভাইজাগে আটকে থাকার পর উড়ল ইন্ডিগোর বিমান।  গভীর রাতে কলকাতায় ফিরলেন যাত্রীরা। টানা প্রায় ১০  ঘণ্টা পর নতুন পাইলট এসে বিমানের দায়িত্ব নেন। এরপরেই কলকাতার উদ্দেশে রওনা দেয় বিমান। গতকাল দুপুরে  কলকাতাগামী বিমানে যাত্রীরা উঠে যাওয়ার পরেও মেলেনি উড়ানের অনুমতি।

Updated By: Dec 16, 2016, 08:44 AM IST
১০ ঘণ্টা ভাইজাগে আটকে থাকার পর উড়ল ইন্ডিগোর বিমান

ওয়েব ডেস্ক: অবশেষে দুর্ভোগের হাত থেকে রেহাই। ১০ ঘণ্টা ভাইজাগে আটকে থাকার পর উড়ল ইন্ডিগোর বিমান।  গভীর রাতে কলকাতায় ফিরলেন যাত্রীরা। টানা প্রায় ১০  ঘণ্টা পর নতুন পাইলট এসে বিমানের দায়িত্ব নেন। এরপরেই কলকাতার উদ্দেশে রওনা দেয় বিমান। গতকাল দুপুরে  কলকাতাগামী বিমানে যাত্রীরা উঠে যাওয়ার পরেও মেলেনি উড়ানের অনুমতি।

আরও পড়ুন বিশ্বের সর্বকালের সেরা চোর তাহলে এরাই!

বেলা সাড়ে বারোটা থেকে ভাইজাগ বিমান বন্দরে আটকে ছিলেন যাত্রীরা। তাদের ঠায় বসে থাকতে হয় বিমানের মধ্যে। পাইলটের আট ঘণ্টার বেশি ডিউটি হয়ে যাওয়াতেই এই বিপত্তি। শেষ পর্যন্ত রাত দশটা নাগাদ ছাড়ে ওই বিমান। ইন্ডিগো কর্তৃপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ এনেছেন যাত্রীরা।

আরও পড়ুন  আজ রাহুল গান্ধীর নেতৃত্বে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে একজোট বিরোধী শিবির

.