আপনি কী ভারতীয়? তাহলে, এখানে আপনার 'নো এন্ট্রি', সাদর আমন্ত্রণ বাংলাদেশিদের জন্য
ভারতের এমন কিছু জায়গার সন্ধান, যা ভারত ভূখণ্ডে অবস্থিত হওয়া সত্ত্বেও ভারতীয় নাগরিকদের এখানে কোনও এন্ট্রি নেই। শুনেই অবাক লাগছে না? আপনি ভারতীয় অথচ ভারতের কিছু স্থানে আপনার যাতায়েত নিষিদ্ধ। সেখানে এন্ট্রি কেবল বিদেশীদের।
ওয়েব ডেস্ক: ভারতের এমন কিছু জায়গার সন্ধান, যা ভারত ভূখণ্ডে অবস্থিত হওয়া সত্ত্বেও ভারতীয় নাগরিকদের এখানে কোনও এন্ট্রি নেই। শুনেই অবাক লাগছে না? আপনি ভারতীয় অথচ ভারতের কিছু স্থানে আপনার যাতায়েত নিষিদ্ধ। সেখানে এন্ট্রি কেবল বিদেশীদের।
ফ্রি কসোল ক্যাফে
আপনি ভারতীয় হলে আপনার এখানে নো এন্ট্রি। হিপি সংস্কৃতির একটি ঐতিহ্য বলা যেতে পারে। এখানে ভারতীয়দের নিষিদ্ধ কেন করা হয়েছে তার কোনও সঠিক কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে, এটাই এই ক্যাফের রীতি।
উনো ইন হোটেল-বেঙ্গালুরু
বেঙ্গালুরুর উনো-ইন হোটেল। এখানে ভারতীয়রা আসতে পারেন না। এখানকার কর্মীরা ভারতীয়দের জন্য 'স্ট্রিক্টলি প্রহিবিটেড' বোর্ড লাগিয়ে রেখেছেন। পরে, জাতিগত ভেদাভেদের অভিযোগে এই রেস্টুরেন্টকে বন্ধ করে দেয় সেখানকার প্রশাসন।
সমুদ্র সৈকত-গোয়া
একমাত্র বিদেশীরাই এখানে আসতে পারেন। ভারতীয়দের জন্য গোয়ার কিছু সমুদ্র সৈকতে একেবারে 'নো এন্ট্রি'।
সমুদ্র সৈকত-পুদুচেরি
গোয়ার মতই পুদুচেরিতেও এমন কিছু সমুদ্র সৈকত রয়েছে যা কেবল মাত্র বিদেশীদের জন্য সংরক্ষিত।
চেন্নাইয়ের লজ
ডেকান হেরাল্ডের প্রতিবেদনে উঠে এসেছে চেন্নাইয়ের এক লজের নাম, যেখানে ভারতীয়দের প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা।