১ জুলাই থেকে চালু হবে রেলের নতুন নিয়ম

ভারতীয় রেলের নিয়মে অনেক পরিবর্তন এসেছে। নতুন নিয়ম চালু হবে আগামি ১ জুলাই থেকে। রেলে ভ্রমণ করার আগে তাই ভারতীয় রেলের নতুন নিয়মগুলিতে একবার চোখ বুলিয়ে নিন।

Updated By: May 23, 2016, 04:09 PM IST
১ জুলাই থেকে চালু হবে রেলের নতুন নিয়ম

ওয়েব ডেস্ক: ভারতীয় রেলের নিয়মে অনেক পরিবর্তন এসেছে। নতুন নিয়ম চালু হবে আগামি ১ জুলাই থেকে। রেলে ভ্রমণ করার আগে তাই ভারতীয় রেলের নতুন নিয়মগুলিতে একবার চোখ বুলিয়ে নিন।

একনজরে দেখে নিন ১ জুলাই থেকে যে যে নিয়মগুলি চালু হবে ভারতীয় রেলে-

১) তত্‌কাল বুকিংয়ের ক্ষেত্রে যাত্রীরা ৫০ শতাংশ পর্যন্ত ভাড়া ফেরত পাবেন।

২) তত্‌কাল বুকিংয়ের ক্ষেত্রে নতুন সময়ও ধার্য হবে। এসি কোচে তত্‌কাল বুকিং সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত করতে পারবেন। স্লিপার কোচের ক্ষেত্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বুকিং করতে পারবেন।

৩) সুবিধা ট্রেনগুলিতে কোনও ওয়েটিং লিস্টের টিকিট দেওয়া হবে না। শুধুমাত্র কনফার্ম টিকিটই দেওয়া হবে।

৪) ১ জুলাই থেকে রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেসের কোচের সংথ্যা বাড়ানো হবে।

৫) রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেসেও মোবাইল টিকিট কাটা যাবে।

৬) বিভিন্ন ভাষায় রেলের টিকিট বুকিংয়ের পরিষেবা চালু হবে।

৭) সুবিধা ট্রেনগুলির ক্ষেত্রে টিকিট ক্যানসেল করলে যাত্রীরা অর্ধেক ভাড়া ফেরত পাবেন।

৮) টিকিট ক্যানসেল করতে হলে, এসি ২ টায়ার বা ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে ১০০ টাকা, এসি থ্রি টায়ার বা ইকোনমি ক্লাসের ক্ষেত্রে ৯০ টাকা এবং স্লিপার ক্লাসের জন্য ৬০ টাকা ক্যানসেলেশন চার্জ দিতে হবে।

.