যাত্রীকে ৫টাকা বেশি দামে জলের বোতল বিক্রি! IRCTC কনট্রাক্টরকে ১ লাখ জরিমানা রেলের
চলতি বছরের ১ এপ্রিল থেকে এই আম্বালা ডিভিশনে ইতিমধ্যেই ১০০০-এরও বেশি অনুমোদনহীন ভেন্ডরকে শাস্তিপ্রদান করা হয়েছে। এখন ১৫ দিনের একটা স্পেশাল ড্রাইভ শুরু হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জলের বোতলের দাম বাবদ যাত্রীর কাছ থেকে ৫ টাকা বেশি দাম নিয়েছিল আইআরসিটিসি কনট্রাক্টর। যার জন্য কড়া মাশুল গুনতে হল ওই কনট্রাক্টরকে। ওই কনট্রাক্টরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল ভারতীয় রেল। জলের বোতলের দাম ৫ টাকা বেশি নেওয়ার জন্য ওই কনট্রাক্টরকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভারতীয় রেল।
অভিযুক্ত ওই কনট্রাক্টরের নাম চন্দ্র মউলি মিশ্র। উত্তরপ্রদেশের গোন্দার বাসিন্দা ওই কনট্রাক্টর আইআরসিটিসির লাইসেন্স প্রাপ্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে চণ্ডীগড়-লখনউ ট্রেনের এক যাত্রী অভিযোগ করেন যে, যে জলের বোতলের প্যাকেটজাত মূল্য ১৫ টাকা, সেই জলের বোতলের দাম ৫টাকা বেশি নেওয়া হচ্ছে। ২০ টাকা করে বিক্রি হচ্ছে এক-একটি জলের বোতল। এই অভিযোগ পাওয়ার পরই ভারতীয় রেলের আম্বালা ডিভিশনের তরফে ওই কনট্রাক্টরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
প্রসঙ্গত, চণ্ডীগড়-লখনউ ওই ট্রেনটিতে কোনও প্যান্ট্রি কার ছিল না। তাই আইআরসিটিসির অনুমোদনপ্রাপ্ত ভেন্ডরদের উপরই নির্ভর করতে হত যাত্রীদের। অভিযুক্ত কনট্রাক্টর চন্দ্র মউলি মিশ্রকে এ বছর ১ ডিসেম্বরই কনট্রাক্ট দেয় আইআরসিটিসি। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষ। বিবৃতি জারি করে রেলের তরফে জানিয়েছে, এ ধরনের অন্যায় কোনওভাবেই বরদাস্ত করা হবে না। চলতি বছরের ১ এপ্রিল থেকে এই আম্বালা ডিভিশনে ইতিমধ্যেই ১০০০-এরও বেশি অনুমোদনহীন ভেন্ডরকে শাস্তিপ্রদান করা হয়েছে। এখন ১৫ দিনের একটা স্পেশাল ড্রাইভ শুরু হয়েছে। যার মাধ্যমে বেশি দাম নেওয়া হলেই ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন, বউয়ের সঙ্গে ঝগড়া, ২ বছরের দুধের শিশুকে ৩ তলার বারান্দা থেকে ছুঁড়ল বাবা!
WATCH: ভারতের এই বিলাসবহুল ট্রেনের ১টি টিকিটের দাম প্রায় ২০ লাখ! দেখুন অন্দরমহল