'হাফিজ সইদকে থামান', রাষ্ট্রসংঘে আবেদন ভারতের ১ হাজার উলেমার

Updated By: Aug 10, 2017, 04:29 PM IST
'হাফিজ সইদকে থামান', রাষ্ট্রসংঘে আবেদন ভারতের ১ হাজার উলেমার

মুম্বই: মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন ভারতের ১ হাজার উলেমা ও মওলানা। এই বিষয়ে একটি প্রস্তাবও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাঠালেন তাঁরা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বুধবার মুম্বইয়ের মাদ্রাসা দারুল উলুম আলি হাসনা আহলে সুন্নাহ-য় দেশের এক হাজার মাওলানা ও উলেমা একটি সম্মেলনে মিলিত হন। আর সেখানেই হাফিজ সইদের বিরুদ্ধে ওই প্রস্তাব পাশ হয় বলে সংবাদ সূত্রের খবর।

১ হাজার উলেমা ও মওলানাদের আয়োজিত ওই সম্মেলনের সিদ্ধান্তে এও বলা হয়, 'হাফিজ সইদ ভারত বিরোধী ও নিরপরাধ মানুষকে খুনের সঙ্গে জড়িত'। জঙ্গিদের কোনওভাবেই সমর্থন করা যায় না, তাই হাফিজ সইদ ও পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এই বিষয়েও সহমত হন তাঁরা। এরপর সম্মেলনের সিদ্ধান্ত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জঙ্গি বিরোধী কমিটির চেয়ারম্যান আমের আবদেল লতিফের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেই জি নিউজের খবর।

উল্লেখ্য, ওই সম্মেলনে মাওলানাদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কাশ্মীর সমস্যা ভারতের আভ্যন্তরীণ বিষয়। এনিয়ে ভারতের কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন নেই। 

.