দোকান, পুজো প্যান্ডেল থেকে শাড়ি, 'পাগল' ভারতের সব কিছুতেই শুধু ফেসবুক আর হোয়াটসঅ্যাপ

Updated By: Aug 7, 2014, 09:53 PM IST

সোশ্যাল মিডিয়া নিয়ে ভারতীয়দের পাগলামি পৃথিবী বিখ্যাত। ফেসবুক, হোয়াটসঅ্যাপস, টুইটার জুড়ে রয়েছে শহুরে ভারতীয়দের জীবন। গোয়ায় ছুটি কাটানো থেকে বন্ধুর বিয়ের গ্রুপ ফটো, চুল কাটার পর আয়নায় তোলা সেলফি ফেসবুকে পোস্ট করতে বাদ যায় না কিছুই।

আর সেই পাগলামি এমনই পর্যায়ে পৌছেছে যে নিজের দোকান, পোশাক সবকিছুতেই ফুটে উঠছে সেই সোশ্যাল মিডিয়া প্রেমের ছায়া।

কোথাও বিউটি পার্লারের নাম ফেসলুক

দক্ষিণ ভারতের একটি শহরের হোটেলের নাম গুগল হোটেল। যদিও, গুগলে খুঁজলে পাওয়া যাবে এই ঠিকানার হদিস।

ইনি বিক্রি করেন চাট। দোকানের নাম ফেসবুক চাটওয়ালা। পাওয়া যায় বিবিএম চিক্কি চাট, অরকুট সেভপুরি, স্কাইপে ভেল, টুইটার পানিপুরি ও গুগল দহি ভল্লা।

গোটা পুজো প্যান্ডেলটাই তৈরি করা হয়েছে ফেসবুক পেজের ডিজাইনে।

সারা শাড়ি জুড়ে শুধুই ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লোগো।

.