বন্যায় ওড়িশায় মৃত বেড়ে ৩৪, ঘরছাড়া প্রায় ১০ লক্ষ

ভারী বৃষ্টিপাতের কারণে ওড়িশায় মহানদীর ব-দ্বীপে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪। বৃওড়িশার ২৩টি জেলার ৮৯টি ব্লকের মোট ১,৫৫৩ গ্রামে গৃহহীন হয়ে পড়েছেন ৯.৯৫ লক্ষ মানুষ।

Updated By: Aug 7, 2014, 06:24 PM IST
বন্যায় ওড়িশায় মৃত বেড়ে ৩৪, ঘরছাড়া প্রায় ১০ লক্ষ

ভুবনেশ্বর: ভারী বৃষ্টিপাতের কারণে ওড়িশায় মহানদীর ব-দ্বীপে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪। বৃওড়িশার ২৩টি জেলার ৮৯টি ব্লকের মোট ১,৫৫৩ গ্রামে গৃহহীন হয়ে পড়েছেন ৯.৯৫ লক্ষ মানুষ।

স্পেশাল রিলিফ কমিশনার পি কে মহাপাত্র জানান, বেশ কিছু জায়গায় মহানদীর জল বিপদসীমার ওপর পৌছে গিয়েছে। তবে হীরাকুঁদ বাঁধের কাছে জলস্তর নেমে আসায় বিপদের আশঙ্কা বিশেষ নেই। বুধবারের পর থেকে আরও ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেশির ভাগ মৃত্যুই হয়েছে বাড়ির দেওয়াল ভেঙে বা জলে ভেসে যাওয়ার ফলে।

মহাপাত্র জানান, মুন্ডুলিতে মহানদীর জল এখন ১১ লক্ষ কিউসেক। আশঙ্কা করা হয়েছিল অন্তত ১২ লক্ষ কিউসেক জল উঠবে নদীতে। জল কমায় বিপদের আশঙ্কা কিছুটা কমেছে। হীরাকুঁদ বাঁধে জলের উচ্চতা ৬২৮.০৮ ফুট। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কটক, জগতসিংপুর, কেন্দ্রপাড়া, খুদরা ও পুরী জেলার বেশ কিছু অঞ্চল।

 

 

 

.