১৬ বছর পর অনশন ভাঙলেন মণিপুরের আয়রন লেডি ইরম চানু শর্মিলা

ষোল বছর পর অনশন ভাঙলেন মণিপুরের আয়রন লেডি ইরম চানু শর্মিলা। চুয়াল্লিশ বছরের  ইরম চানু শর্মিলা আফস্পা প্রত্যাহারের দাবিতে  দুহাজার সাল থেকে অনশন করছিলেন। স্থানীয় আদালতের সামনে অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত জানাবেন চানু। তাঁর অনশন প্রত্যাহারের ঘোষণায়  মণিপুরে জোর আলোড়ন। গত ষোলো বছরে হাজার চেষ্টায় যাঁর অনশন ভাঙা যায়নি, তিনি কেন অনশন ভাঙছেন তা নিয়ে উঠেছে প্রশ্ন।

Updated By: Aug 9, 2016, 01:07 PM IST
 ১৬ বছর পর অনশন ভাঙলেন মণিপুরের আয়রন লেডি ইরম চানু শর্মিলা

ওয়েব ডেস্ক: ষোল বছর পর অনশন ভাঙলেন মণিপুরের আয়রন লেডি ইরম চানু শর্মিলা। চুয়াল্লিশ বছরের  ইরম চানু শর্মিলা আফস্পা প্রত্যাহারের দাবিতে  দুহাজার সাল থেকে অনশন করছিলেন। স্থানীয় আদালতের সামনে অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত জানাবেন চানু। তাঁর অনশন প্রত্যাহারের ঘোষণায়  মণিপুরে জোর আলোড়ন। গত ষোলো বছরে হাজার চেষ্টায় যাঁর অনশন ভাঙা যায়নি, তিনি কেন অনশন ভাঙছেন তা নিয়ে উঠেছে প্রশ্ন।

আরও পড়ুন পশ্চিমবঙ্গের নাম পাল্টাতে চাইছেন যাঁরা, তাঁদের ছোট্ট একটাই প্রশ্ন

সূত্রে খবর অনশন ভেঙে বিয়ে করতে চান ইরম। তবে আফস্পা প্রত্যাহার আন্দোলন থেকে সরে আসছেন না তিনি। যদিও তাঁর অনুগামীদের একাংশ চানুর অনশন ভেঙে বিয়ের সিদ্ধান্তে বেশ অখুশি।

আরও পড়ুন  সাকিব আল হাসানের ৯০ লক্ষ!

 

.