সেনা পুলিশে মহিলা নিয়োগ করতে চলেছে ভারতীয় সেনা
ওয়েব ডেস্ক: সেনা পুলিশে এবার মহিলাদের নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনা। শুক্রবার এমনটা জানিয়েছেন সেনার শীর্ষ আধিকারিক। এই সিদ্ধান্তের পর সেনাবাহিনীতে লিঙ্গবৈষম্যের প্রাচীর ভাঙতে চলেছে।
সেনা পুলিশে অন্তত ৮০০ জন মহিলাকে নিয়োগ করা হবে। প্রতিবছর ৫২ জন করে নিয়োগ করা বলে জানিয়েছেন সহকারী জেনারেল লেফট্যানান্ট জেনারেল অশ্বিনী কুমার। গত জুনে সেনা প্রধান বিপিন রাওয়াত জানিয়েছিলেন, মহিলা জওয়ানদের নেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা করা হচ্ছে। সেনা পুলিশে নিয়োগের মাধ্যমে সেই প্রক্রিয়া শুরু হবে।
অশ্বিনী কুমার জানিয়েছেন, মহিলা সেনা পুলিশ থাকলে মহিলা সংক্রান্ত ঘটনার তদন্তে সুবিধা হবে। বর্তমানে মহিলারা সেনায় মেডিক্যাল, আইন, শিক্ষা, সিগন্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজ করেন। সেনা পুলিশ সাধারণত জওয়ানদের উপরে নজরদারি করে। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাও করে স্থানীয় প্রশাসনকে।
আরও পড়ুন,