এবার পাঠানকোট, ফের সহকর্মীর গুলিতে বেঘোরে প্রাণ গেল দুই জওয়ানের!

সোমবার ভোররাতে অভিযুক্ত ২২ বছর বয়সী সিপাহী পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রের দুই হাবিলদারের উপর গুলি চালায় বলে জানানো হয়েছে পুলিসের তরফে। চার বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন ওই সিপাহী। ঘটনার পরেই নিজের সার্ভিস অস্ত্র রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।

Updated By: Jun 28, 2022, 12:13 PM IST
এবার পাঠানকোট, ফের সহকর্মীর গুলিতে বেঘোরে প্রাণ গেল দুই জওয়ানের!
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: সোমবার পঞ্জাবের পাঠানকোট জেলার মিরথাল সেনানিবাসে একজন সেনা জওয়ান তার দুই সহকর্মীকে গুলি করে হত্যা করেছে বলে জানা গিয়েছে। স্থানীয় পুলিসের তরফে এই খবর জানানো হয়েছে।

সোমবার ভোররাতে অভিযুক্ত ২২ বছর বয়সী সিপাহী পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্রের দুই হাবিলদারের উপর গুলি চালায় বলে জানানো হয়েছে পুলিসের তরফে।

চার বছর ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এই সিপাহী। ঘটনার পরে নিজের সার্ভিস অস্ত্র রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। যদিও পরে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার তদন্ত করে বোঝার চেষ্টা করা হচ্ছে ওই সিপাহী কেন এই ঘটনা ঘটিয়েছেন। 

পুলিসের কাছে অভিযোগ দায়ের করে নায়েক পদমর্যাদার এক সেনাকর্মী জানিয়েছেন ঘুমের মধ্যে গুলির আওয়াজ পেয়েছিলেন তিনি। 

আরও পড়ুন: Maharashtra Political Crisis: বড় দাবি আদিত্য ঠাকরের; অপহৃত ১৫-২০ বিধায়ক, ফিরতে চান মুম্বই

তিনি আরও বলেন ঘটনার পরেই তিনি এবং তাঁর অন্যান্য সহকর্মীরা তাদের ঊর্ধ্বতন আধিকারিকদেরকে গুলি চালানোর কথা জানান। এরপরেই আহত দুই জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তাদেরকে সেখানেই মৃত ঘোষণা করেন। 

পুলিস জানিয়েছে সেনার সঙ্গে মিলে তাঁরা অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে। ক্যান্টনমেন্ট থেকে কয়েক কিলোমিটার দুরেই অভিযুক্তকে খুঁজে পায় তাঁরা।

অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি এবং উস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানানো হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.