ভারত-পাক ভলিবল যুদ্ধে বাজিমাত ভারতীয় সেনাদের
ভারত-পাক রাজনৈতিক সম্পর্ক উঁচু তারে বাঁধা।
নিজস্ব প্রতিবেদন : ফের যুদ্ধক্ষেত্রে ভারত-পাকিস্তানের সেনা। তবে সীমান্তে নয়, সীমান্ত থেকে অনেক দূরে রাশিয়া। একে অপরের বিরুদ্ধে লড়াই নয়, লড়াই এবার একসঙ্গে। রাশিয়ার চেবারকুলে সন্ত্রাস দমনে বহুদেশীয় সামরিক মহড়ায় সামিল উপমহাদেশের দুই প্রতিবেশী দেশ।
আরও পড়ুন - অক্সিজেনের কোনও অভাব ছিল না গোরক্ষপুরের হাসপাতালে, এক বছর পর বললেন যোগী
সাত দশকের শত্রুতা, তিন-তিনটে যুদ্ধ- সীমান্তে গোলাগুলি তো নিত্যদিনের ঘটনা। ইন্দো-পাক সামরিক সম্পর্ক তো এটাই। ভারত-পাক রাজনৈতিক সম্পর্ক উঁচু তারে বাঁধা। এরও ব্যতিক্রম ঘটল রবিবার। সুদূর রাশিয়ায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করল দুদেশের জওয়ানরা। কোনও জঙ্গিগোষ্ঠী গ্রামে লুকিয়ে থাকলে কীভাবে যৌথ মহড়ার মাধ্যমে সার্চ অপারেশন চালাবে সেনারা তারও মহড়া হয় এদিন। শত্রুঘাঁটিকে ধ্বংস করার কৌশলও ছিল মহড়ায়।
Shanghai Cooperation Organisation (SCO) peace mission exercise in #Russia: Indian Army contingent beat Pakistani contingent in final of a friendly inter-contingent volleyball match. The team of 5 Rajput Regiment emerged winners among the eight participating nations pic.twitter.com/oWIMBMSuUx
— ANI (@ANI) August 26, 2018
এরই মাঝে একপ্রস্থ যুদ্ধও হয়ে গেল। ভারত-পাকিস্তান ভলিবলের যুদ্ধ হয়ে গেল রাশিয়ার মাটিতে। পাকিস্তানকে সমর্থন করল চিন, আর রাশিয়ার সমর্থন পেল ভারত। শেষ পর্যন্ত প্রীতি ম্যাচে ৫ রাজপুত রেজিমেন্টের জওয়ানরাই হাসলেন শেষ হাসি।