সেনাবাহিনীতে নিষিদ্ধ হল ৮৯ অ্যাপ, তালিকায় Facebook-TikTok-Helo-Instagram
১৫ জুলাইয়ের মধ্যে ওইসব অ্যাপে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে। না মানলে শাস্তি
নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রে ৫৯ চিন অ্যাপ নিষিদ্ধ করার পর এবার ৮৯টি অ্যাপ নিষিদ্ধ করল ভারতীয় সেনা। বুধবার সেনাবাহিনীর তরফে অ্যান্ড্রয়েড ও iOS প্লাটফর্মের মোট ৮৯ অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে আমজনতার জন্য ওইসব অ্যাপ চালু থাকবে। সেনাকর্মীরা একমাত্র ওইসব অ্যাপ ব্যবহার করতে পারবেন না।
আরও পড়ুন-লকডাউন ঘোষণার দিনই কলকাতায় রেকর্ড সংক্রমণ, দেখুন বাকি জেলার কী হাল
সেনাবাহিনীতে নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির মধ্যে রয়েছে ফেসবুক, টিকটক, স্নাপচ্যাট, ইনস্টাগ্রামের মতো অ্যাপ। যেসব সেনাকর্মীদের মোবাইলে ওইসব অ্যাপ রয়েছে তা ডিলিট করে দিতে বলা হয়েছে। ১৫ জুলাইয়ের মধ্যে ওইসব অ্যাপে অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে। না মানলে শাস্তি।
উল্লেখ্য, লাদাখের গালওয়ানে ভারতীয় সেনার ওপরে চিনা সেনার হামলার পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কড়া নজরদারি শুরু করেছে ভারত। ওইসব এলাকায় যুদ্ধ জাহাজ, মিসাইল, ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার কারণে ৫৯টি চিনা অ্যাপও নিষিদ্ধ করে দেওয়া হয়। তার পরেই ভারতীয় সেনা এই ব্যবস্থা নিল।
আরও পড়ুন-করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলার জন্য ৪১ হাজার ৭৭৫ লাখ টাকার সহায়তা ঘোষণা কেন্দ্রের
অন্যদিকে, আন্তর্জাতিক মহলেও চাপে পড়ে গিয়েছে চিন। নিরাপত্তার কারণে ৫জি নেটওয়ার্কের ক্ষেত্রে চিনা প্রযুক্তি ব্যবহার নিষিদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ব্রিটেনও একই রকম কথা ভাবছে। সেখানকার সংবাদমাধ্যমের খবর, সে দেশে ৫জি প্রযুক্তির পরিকাঠামো তৈরি করছে হুয়াই। চিনা ওই কোম্পানিকে বাতিল করার কথা ভাবছে ব্রিটেন।
জেনে নিন উল্লেখযোগ্য কোন কোন অ্যাপ নিষিদ্ধ হল সেনাবাহিনীতে
Shareit
Xender
UC Browser
UC Browser Mini
TikTok
Nimbuzz
Helo
Share Chat
Viber
IMO
Hike
Zoom
Vigo Video
PUBG
Club Factory
Gearbest
Banggood
Tiny Deal
Tinder
Woo
OkCupid
Badoo
Azar
Cam Scanner
Beauty Plus
True Caller
Baidu
Snapchat
Daily Hunt
News Dog
Songs.pk