তিন দশকের মধ্যে গত অর্থবর্ষেই সব চেয়ে কম ছিল বিদ্যুৎ-খরচ

এ বছর স্বাভাবিক আছে বিদ্যুতের চাহিদা।

Updated By: Apr 1, 2021, 04:52 PM IST
 তিন দশকের মধ্যে গত অর্থবর্ষেই সব চেয়ে কম ছিল বিদ্যুৎ-খরচ

নিজস্ব প্রতিবেদন: জনজীবন ছিল স্তব্ধ। খরচ কমেছিল বিদ্যুতেরও। গত অর্থবর্ষে ০.২ শতাংশ কমেছিল বিদ্যুতের চাহিদা। যা নিয়ে চর্চা চলছে নানা মহলে। 

গত ৩৫ বছরের মধ্যে ভারতের (India) বার্ষিক বিদ্যুৎ-চাহিদা এই প্রথম এত কম হল। লকডাউনের জন্যই এমনটা হয়েছে বলে মত সংশ্লিষ্ট মহলের। Lockdown-য়ে বন্ধ ছিল কল-কারখানা, অফিস-কাছারি, দোকান-পাট। বন্ধ ছিল ট্রেনও। ফলে বিদ্যুতের (electricity) প্রয়োজন এই সময়-পর্বে অনেকটাই কমে গিয়েছিল। লকডাউন ওঠার পর আবার বিদ্যুতের চাহিদা বাড়তে শুরু করেছে। 

আরও পড়ুন: ফ্রান্স থেকে সরাসরি ভারতে পৌঁছল তিনটি Rafale

কেন্দ্রীয় সরকারের (Central Government) একটি রিপোর্ট বিশ্লেষণ করে জানা গিয়েছে, ২০২০-২০২১ অর্থবর্ষে ০.২ শতাংশ কমেছে বিদ্যুতের চাহিদা।

এ বছর অবশ্য এরই মধ্যে ঊর্ধ্বমুখী বিদ্যুতের চাহিদা। এখনও করোনা (covid) সংক্রমণ নির্মূল হয়নি দেশ থেকে। কোনও কোনও রাজ্যে করোনা-পরিস্থিতি বেশ ভয়াবহও হয়ে পড়েছে। তবু সামগ্রিক ভাবে করোনা এখনও আগের বারের মতো ভয়াল হয়ে ওঠেনি। তাই স্বাভাবিক আছে জনজীবনও। আর স্বাভাবিক আছে বিদ্যুতের চাহিদাও। 

আরও পড়ুন: CBSE পরীক্ষার নিয়ম বদল, ১০ ও ১২ শ্রেণির পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে সেইভাবে

.