প্যালেস্তাইন নিয়ে বদলাচ্ছে না ভারতের নীতি, সাফ জানালেন সুষমা স্বরাজ
প্যালেস্তাইন সম্পর্কে ভারতের নীতি বদলায়নি । রাজ্যসভায় সোমবার এই মন্তব্য করেছেন সুষমা স্বরাজ । কিন্তু গাজার সাম্প্রতিক হিংসা নিয়ে ইজরায়েল বা প্যালেস্তাইন,কারও পক্ষই নিতে রাজি হননি বিদেশমন্ত্রী । এই নিয়ে মধ্যপন্থাই অবলম্বন করলেন তিনি।
নতুন দিল্লি: প্যালেস্তাইন সম্পর্কে ভারতের নীতি বদলায়নি । রাজ্যসভায় সোমবার এই মন্তব্য করেছেন সুষমা স্বরাজ । কিন্তু গাজার সাম্প্রতিক হিংসা নিয়ে ইজরায়েল বা প্যালেস্তাইন,কারও পক্ষই নিতে রাজি হননি বিদেশমন্ত্রী । এই নিয়ে মধ্যপন্থাই অবলম্বন করলেন তিনি।
এ ব্যাপারে রাজ্যসভায় কোনও প্রস্তাব গ্রহণের অনুমতি দেয়নি সরকার । বিরোধীদের দাবি ছিল,গাজায় সেনা অভিযানের নিন্দা,এবং ইজরায়েল থেকে সমস্ত ধরণের সমরাস্ত্র ক্রয় অবিলম্বে বন্ধ করতে হবে । এই সংক্রান্ত প্রস্তাব আনতে না দেওয়ার প্রতিবাদে ওয়াক আউট করেন তাঁরা । তবে বিরোধীদের প্রশ্নের উত্তরে সুষমা স্বরাজ জানিয়েছেন,ভারত বরাবরই প্যালেস্তাইনের সমর্থক । একইসঙ্গে ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখবে সরকার ।