জার্মানিকে ছাপিয়ে ২০২৬ সালে দুনিয়ার চতুর্থ বৃহত্ অর্থনীতির দেশ হবে ভারত, বলছে সমীক্ষা

দুনিয়ার দ্রুত আর্থিক বৃদ্ধির দেশ হিসেবে ভারতকে মনে করা হলেও এই সেপ্টেম্বরে ভারতের জিডিপি বৃদ্ধির হার কমে ৪.৫ শতাংশে গিয়ে ঠেকেছে

Updated By: Dec 29, 2019, 09:14 PM IST
জার্মানিকে ছাপিয়ে ২০২৬ সালে দুনিয়ার চতুর্থ বৃহত্ অর্থনীতির দেশ হবে ভারত, বলছে সমীক্ষা

নিজস্ব প্রতিবেদন: দেশের জিডিপি এখন তলানিতে। তানিয়ে বিরোধীদের শোরগোলের সীমা নেই। এর মধ্যেই আশার কথা শোনাল ব্রিটেনের সেন্টার ফর ইকোনমিক রিসার্চ অ্যান্ড বিজনেস রিসার্চ বা সিইবিআর।

আরও পড়ুন-কাচের মতো বরফ ভাসছে ডাল লেকের জলে; প্রবল ঠাণ্ডায় জবুথবু গোটা কাশ্মীর, দেখুন ছবি

ব্রিটেনের ওই সংস্থার সমীক্ষা অনুযায়ী ২০২৬ সাল নাগাদ আর্থিক বৃদ্ধির নীরিখে ভারত ছাপিয়ে যাবে জার্মানিকেও।  শুধু তাই নয় ২০৩৪ সালে জাপানকেও ছাপিয়ে দুনিয়ার তৃতীয় বৃহত্ অর্থনীতির দেশ হবে ভারত।

কেন্দ্রের হিসেব মতো ভারত ৫ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ২০২৪ সাল নাগাদ। ব্রিটেনের সংস্থাটির হিসেব মতো তা ওই লক্ষমাত্রায় পৌঁছাতে ভারতের সময় লাগবে আরও ২ বছর বেশি সময়।

ওই সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ২০১৯ সালে ভারত ফ্রান্স ও ব্রিটেনকে টপকে পঞ্চম অর্থনীতির দেশে পরিণত হয়েছে। দুনিয়ের চতুর্থ বৃহত্ অর্থনীতির দেশ হবে ভারতকে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।  

আরও পড়ুন-'কিছু লোক শুধু কচু আর গরু-ই চেনে', দিলীপকে কটাক্ষ সেলিমের

উল্লেখ্য, দুনিয়ার দ্রুত আর্থিক বৃদ্ধির দেশ হিসেবে ভারতকে মনে করা হলেও এই সেপ্টেম্বরে ভারতের জিডিপি বৃদ্ধির হার কমে ৪.৫ শতাংশে গিয়ে ঠেকেছে। দেশে বিনিয়োগ হচ্ছে কম, কাজের বাজার সঙ্কুচিত হয়েছে। এনিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সবর বিরোধীরা।

.