চিনের চোখরাঙানির জবাব দিতে আরও সেনা পাঠাল নয়াদিল্লি
অরুণাচলপ্রদেশে চিন সীমান্তের কাছে আরও সেনা পাঠাল ভারত।
নিজস্ব প্রতিবেদন: অরুণাচলপ্রদেশের দিকে চিনের নজর পড়তেই আরও সেনা মোতায়েন করল নয়াদিল্লি। অরুণাচলে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের নিকটে নিজেদের ভূখণ্ডে নির্মাণ কাজ চালাচ্ছে বেজিং। এর মধ্যে রয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ছাউনিও। এরপরই ওই এলাকায় অতিরিক্ত জওয়ান মোতায়েনের সিদ্ধান্ত নেয় ভারতীয় সেনা।
সেনা সূত্রে খবর, নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর পাশাপাশি নিয়মিতভাবে চপার দিয়ে পর্যবেক্ষণও জারি রাখা হয়েছে।
উল্লেখ্য, ডিবাং, দাউ-দেলাই ও লোহিত উপত্যকায় কাজকর্মের গতি বাড়িয়েছে চিনা সেনা। টাটুতে একটি টেলিকমিউনিকেশনের পরিকাঠামো তৈরি করেছে পিএলএ। অরুণাচলপ্রদেশের কিবিথুর ওপারে সেনা ছাউনি ও ঘরবাড়িও তৈরি করেছে তারা। মার্চের শুরুতেই প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন সংসদে জানিয়েছেন, ডোকলামে হেলিপ্যাড, ছাউনি তৈরি করছে চিন। ওই অঞ্চলে পরিকাঠামো তৈরি করে চলেছে তারা।
#Chinese infrastructure, including new People's Liberation Army (#PLA) camp & houses in #Tatu, on the other side of #ArunachalPradesh's Kibithu. pic.twitter.com/ncTuGWa25p
— ANI (@ANI) March 31, 2018
#Chinese telecommunications tower and observation post with surveillance equipment, a part of their infrastructure in #Tatu, which is on the other side of #ArunachalPradesh's Kibithu. pic.twitter.com/I0PAmh0ZHo
— ANI (@ANI) March 31, 2018
চিনের অতিসক্রিয়তার বিষয়টি নজরে রেখেছে ভারতও। ডোকলামের পর নিজেদের গুছিয়ে নিয়েছে ভারতীয় সেনা। ফলে যে কোনও ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করতে তারা তৈরি বলে দাবি সেনার।
আরও পড়ুন- ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে আয়কর আইন, কী বদল হচ্ছে? জেনে নিন
গতবছর ১৬ জুন থেকে ৭৩ দিন ধরে ভারত-চিনের ডোকলাম বিবাদ চলছিল।