কাজ দিতে না পারলে ভারতের আর্থিক বৃদ্ধি ধসে পড়বে, হুঁশিয়ারি নোবেলজয়ী ক্রুগম্যানের
ভারতের আর্থিক উন্নতিতে দুর্নীতিও একটি বড় বাধা বলে মন্তব্য করেন ক্রুগম্যান
নিজস্ব প্রতিবেদন: ভারতে এসে একপ্রকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই সতর্ক করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। মার্কিন এই অর্থনীতিবিদের পরামর্শ, ভারতের বিপুল সংখ্যক তরুণকে যদি কাজ না দেওয়া যায় তাহলে বেকারত্বের অন্ধকারেই হারিয়ে যাবে ভারত।
রাজধানীতে এক অনুষ্ঠানে এসে ক্রুগম্যান বলেন, ‘আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স বলে একটা বিষয়ের কথা আপনারা নিশ্চয় শুনেছেন। এই জিনিস ভারতের জন্য বিপদের হতে পারে। জাপান আর সুপার পাওয়ার নয়। কারণ সেখানে কর্মক্ষম মানুষের বয়স অনেক বেশি। একই অবস্থা চিনেরও। এক্ষেত্রে ভারতই সেই জায়গা নিতে পারে। কিন্তু তার জন্য ভারতকে তার ম্যানুফ্যাকচারিং সেক্টরকে বাড়াতে হবে। কারখানা তৈরি করতে হবে।’
আরও পড়ুন-''আমার একটাই দোষ, আমি হাসিন জাহাঁর স্বামী''
ভারতের আর্থিক উন্নতিতে দুর্নীতিও একটি বড় বাধা বলে মন্তব্য করেন ক্রুগম্যান। তাঁর বক্তব্য, ‘চিনে যে ধরনের দুর্নীতি হয় সেই ধরনের দুর্নীতি নিয়ে কখনও ডেনমার্ক হওয়া যায় না। ব্যবসা করার জন্য ভারত এখন ভালো দেশ। কিন্তু আমলাতান্ত্রিক সমস্যা এখনও উঠে যায়নি তবে অনেকটাই কমেছে। উল্লেখ করার মতো বিষয় হল ভারতে গত ৩০ বছরের যে উন্নতি হয়েছে তা ব্রিটেনে ১৫০ বছরে হয়নি।’