উত্তরপ্রদেশ ভোট: কংগ্রেস-বিজেপির চড়াই-উতরাই
হোলির আগেই হুলবিদ্ধ অখিলেশ-রাহুল! পাকে পড়ল সাইকেল, জন্ম নিল পদ্ম! হ্যাঁ, এটাই উত্তরপ্রদেশের উলটপুরাণ। মদী-অমিতের জুটিতে লখনউ থেকে কানপুর, কোরাসে ইউপি থেকে গোটা দেশের রিংটোন এখন একটাই 'রং দে তু মোহে গেরুয়া...'। জনতা জনার্দনের রায়ে উত্তরপ্রদেশের আকাশে এখন গেরুয়া বিপ্লব। 'গোবলয়ে গো-রাজনীতিই' চাই, সিলমোহর দিল উত্তরপ্রদেশের মানুষ, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। তবে আজ থেকে ৩৭ বছর আগে ছবিটা কিন্তু ঠিক উল্টোই ছিল! ন্যাশনাল কংগ্রেসেই আস্থা দেখিয়েছিল যে উত্তরপ্রদেশ, কালের নিয়মে পারিবারিক 'গান্ধী ঐতিহ্য' ঘুচে গিয়ে ইউপি রায় দিল, 'ঘর ঘর মোদী'। ইভিএম কারসাজিতেই জিতেছে বিজেপি, ভোটে হেরে এই অভিযোগই তুললেন মায়াবতী
ওয়েব ডেস্ক: হোলির আগেই হুলবিদ্ধ অখিলেশ-রাহুল! পাকে পড়ল সাইকেল, জন্ম নিল পদ্ম! হ্যাঁ, এটাই উত্তরপ্রদেশের উলটপুরাণ। মদী-অমিতের জুটিতে লখনউ থেকে কানপুর, কোরাসে ইউপি থেকে গোটা দেশের রিংটোন এখন একটাই 'রং দে তু মোহে গেরুয়া...'। জনতা জনার্দনের রায়ে উত্তরপ্রদেশের আকাশে এখন গেরুয়া বিপ্লব। 'গোবলয়ে গো-রাজনীতিই' চাই, সিলমোহর দিল উত্তরপ্রদেশের মানুষ, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। তবে আজ থেকে ৩৭ বছর আগে ছবিটা কিন্তু ঠিক উল্টোই ছিল! ন্যাশনাল কংগ্রেসেই আস্থা দেখিয়েছিল যে উত্তরপ্রদেশ, কালের নিয়মে পারিবারিক 'গান্ধী ঐতিহ্য' ঘুচে গিয়ে ইউপি রায় দিল, 'ঘর ঘর মোদী'। ইভিএম কারসাজিতেই জিতেছে বিজেপি, ভোটে হেরে এই অভিযোগই তুললেন মায়াবতী
১৯৮০ সাল- কংগ্রেসের আসন ৩০৯ (ক্ষমতায় কংগ্রেস)
১৯৮৫ সাল- কংগ্রেসের আসন ২৬৯ (ক্ষমতায় কংগ্রেস)
১৯৮৯ সাল- কংগ্রেসের আসন ৯৪ (ক্ষমতায় জনতা দল)
১৯৯১ সাল- কংগ্রেসের আসন ৪৬ (ক্ষমতায় বিজেপি)
১৯৯৩ সাল- কংগ্রেসের আসন ২৮ (ক্ষমতায় বিজেপি)
১৯৯৬ সাল- কংগ্রেসের আসন ৩৩ (ক্ষমতায় বিজেপি)
২০০২ সাল- কংগ্রেসের আসন ২৫ (ক্ষমতায় সমাজবাদী পার্টি)
২০০৭ সাল- কংগ্রেসের আসন ২২ (ক্ষমতায় বহুজন সমাজবাদী পার্টি)
২০১২ সাল- কংগ্রেসের আসন ২৮ (ক্ষমতায় সমাজবাদী পার্টি)
২০১৭ সাল-? আসন (ক্ষমতায় বিজেপি, ৩০০ প্লাস আসনে জয়ী হওয়ার দিকে। এই নিয়ে চারবার ইউপির মসনদে বিজেপি)