Kerala: পর্যায়ক্রমে পর্যটন কেন্দ্র ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কেরল
কোভিড বিধি কিছুটা শিথিল করার পরই ধীরে ধীরে পর্যটন খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।
নিজস্ব প্রতিবেদন: কেরালায় সরকার কোভিড বিধি কিছুটা শিথিল করার পরই ধীরে ধীরে পর্যটন খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। মুনারের এরাভিকুলা জাতীয় উদ্যান ৯ অগাস্ট থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। এছাড়াও এই বনদফতরের চিন্নার, রাজামালা, ভাট্টালবডা অঞ্চলও খুলে দেওয়া হবে।
এদিকে করোনার তৃতীয় ঢেউ ইতিমধ্যেই উদ্বেগ বাড়িয়েছে দেশে। দেশের মোট করোনা আক্রান্তের অর্ধেকের বেশি কেরলের। যা যথেষ্ট আতঙ্কের বিষয় কেরল সরকারের কাছে। সেই বিষয়টি মাথায় রেখেই এবার সপ্তাহান্তে লকডাউন শুরু করেছিল কেরল সরকার। তারমধ্যেও পর্যটকদের আসার রাস্তা প্রশস্ত করেছে সরকার।
আরও পড়ুন, ত্রিপুরায় 'আক্রান্ত' তৃণমূল নেতা দেবাংশু-সুদীপ-জয়া, BJP-র বিরুদ্ধে অভিযোগ
বেশ কিছু জেলা রয়েছে যেখানে করোনা সংক্রমণ বেশি। কেরলের সেই জেলাগুলির মধ্যে রয়েছে- মালাপ্পুরম, ত্রিশূর, কোজিকোডে, এরনাকুলম, পালাক্কড, কোল্লাম, কান্নুর, ত্রিরুবনন্তপুরম। সম্প্রতি ICMR-এর সেরো সার্ভেতে দেখা গিয়েছে ১৪ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সময়কালের হিসেবে কেরলের ৪৪.৪ বাসিন্দাদের শরীরে কোভিড অ্যান্টিবডি রয়েছে। তারপরেই অগাস্টে পর্যটন কেন্দ্র খুলে দিল কেরল সরকার।