Quikr, Olx, eBay, Amazon-এ যা বিক্রি করা বেআইনি

কেনাকাটির খোলা বাজার হিসেবে ডিজিটাল মার্কেটিং বা ই-মার্কেটিং এখন বেশ প্রচলিত। যখন যা খুশি, ইচ্ছা হলেই কিনে নেওয়া, এক ক্লিকেই সম্ভব বর্তমান সময়ে। সমস্ত জিনিস কেনাকাটির জন্য এখন হাতের মুঠোতেই পাওয়া যাচ্ছে নানান ধরনের ওয়েবসাইট। ক্যাশ অন ডেলিভারি থেকে পেটিএম পেমেন্ট, সবই এখন সম্ভব। মোদ্দাকথা লিঙ্ক ম্যানের কাজ করছে বিপণন ওয়েবসাইটগুলো। শুধু কেনাকাটিই নয়, এমন সমস্ত বিষয় ডিজিটাল মার্কেটিং বা ই-মার্কেটিংয়ে এসেছে যেখানে সরাসরি যোগাযোগ হয়ে যাচ্ছে ক্রেতা আর বিক্রেতার। বাড়ির পুরনো জিনিস ইচ্ছে হলেই বিক্রি করে দেওয়া এত সহজ আগে ছিল না। বিজ্ঞাপন আর বিপণন খুবই সহজ হয়ে গিয়েছে ডিজিটাল মার্কেটিং বা ই-মার্কেটিংয়ে। তবে এখানেই শুরু হয়ে গিয়েছে বেআইনি কারবার। ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ নিয়েই অসাধু ব্যবসায়ীরা চোরাচালান করছে বিরল প্রজাতির বন্যদের। এবার এই বন্য প্রাণের বিপণনে নিষেধাজ্ঞা জারি করল সরকার। অনলাইনে কোনওরকম বন্য প্রাণের কেনাবেচা বেআইনি, ঘোষণা করেছে সরকার। 

Updated By: Jul 22, 2016, 12:14 PM IST
Quikr, Olx, eBay, Amazon-এ যা বিক্রি করা বেআইনি

ওয়েব ডেস্ক: কেনাকাটির খোলা বাজার হিসেবে ডিজিটাল মার্কেটিং বা ই-মার্কেটিং এখন বেশ প্রচলিত। যখন যা খুশি, ইচ্ছা হলেই কিনে নেওয়া, এক ক্লিকেই সম্ভব বর্তমান সময়ে। সমস্ত জিনিস কেনাকাটির জন্য এখন হাতের মুঠোতেই পাওয়া যাচ্ছে নানান ধরনের ওয়েবসাইট। ক্যাশ অন ডেলিভারি থেকে পেটিএম পেমেন্ট, সবই এখন সম্ভব। মোদ্দাকথা লিঙ্ক ম্যানের কাজ করছে বিপণন ওয়েবসাইটগুলো। শুধু কেনাকাটিই নয়, এমন সমস্ত বিষয় ডিজিটাল মার্কেটিং বা ই-মার্কেটিংয়ে এসেছে যেখানে সরাসরি যোগাযোগ হয়ে যাচ্ছে ক্রেতা আর বিক্রেতার। বাড়ির পুরনো জিনিস ইচ্ছে হলেই বিক্রি করে দেওয়া এত সহজ আগে ছিল না। বিজ্ঞাপন আর বিপণন খুবই সহজ হয়ে গিয়েছে ডিজিটাল মার্কেটিং বা ই-মার্কেটিংয়ে। তবে এখানেই শুরু হয়ে গিয়েছে বেআইনি কারবার। ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ নিয়েই অসাধু ব্যবসায়ীরা চোরাচালান করছে বিরল প্রজাতির বন্যদের। এবার এই বন্য প্রাণের বিপণনে নিষেধাজ্ঞা জারি করল সরকার। অনলাইনে কোনওরকম বন্য প্রাণের কেনাবেচা বেআইনি, ঘোষণা করেছে সরকার। 

১০৬টি ওয়েবসাইটের তালিকা করেছে ওইয়াল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো (WCCB), যেখানে বিরল প্রজাতির বণ্য প্রাণীদের কেনাবেচা হয়, তার বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে সরকার। পরিবেশ মন্ত্রী অনিল মাধব দেব এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আর সেই মতই কেন্দ্র থেকে রাজ্য সরকারগুলোর কাছেও পৌঁছে গিয়েছে নির্দেশিকা। 

এক নজরে দেখে নিন, কোন কোন ওয়েব সাইটের ওপর কড়া নজর রয়েছে প্রশাসনের- 
quikr.com, olx.in, alibaba.com, eBay.com, youtube.com, shopping.rediff.com, amazon.com, snapdeal.com এবং petsmart.com। 

.