IIT জয়েন্টে আগামী বছরেই কার্যকর নতুন পদ্ধতি, জেনে নিন বিস্তারিত

Updated By: Aug 21, 2017, 01:56 PM IST
IIT  জয়েন্টে আগামী বছরেই কার্যকর নতুন পদ্ধতি, জেনে নিন বিস্তারিত

আগামী শিক্ষাবর্ষ অর্থাত্ ২০১৮ সাল থেকে ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি-র পরীক্ষা হবে অনলাইনে। প্রস্তাব আগেই উঠেছিল, এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। বোর্ডের তরফে ঘোষণা করা হয়ে গিয়েছে।

এতদিন পর্যন্ত IIT জয়েন্টে অপটিক্যাল মার্ক রিডিং বা ওএমআর শিটে প্রদত্ত অপশনগুলির থেকে সঠিক অপশনটি মার্ক করে উত্তর দিতে হত পড়ুয়াদের ৷ কম্পিউটার স্ক্যানিংয়ের মাধ্যমে চেক করা হত পড়ুয়াদের উত্তর ৷ পরবর্তী প্রবেশিকা পরীক্ষা থেকেই অতীত হতে চলেছে এই প্রক্রিয়া ৷

আগামী বছর থেকে OMR শিটে পরীক্ষা দিতে হবে না। তার বদলে পরীক্ষার্থীদের হাতে থাকবে কম্পিউটারের মাউস। প্রশ্নপত্রের সঠিক অপশনে ক্লিক করে নিজেদের উত্তর মার্ক করতে হবে৷ পরীক্ষার প্রক্রিয়ার পরিবর্তিত পদ্ধতি সম্পর্কে যথাযথ তথ্য পড়ুয়াদের সঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে৷

 

কেন্দ্রীয় মানসম্পদ উন্নয়ন মন্ত্রক, সমস্ত জয়েন্ট পরীক্ষা অনলাইনে করে দেওয়ার প্রস্তাব দেয়৷এর আগে জয়েন্ট এন্ট্রান্সের মেইন পরীক্ষা অনলাইন করে দেওয়ার কথা ঘোষণা করে মানসম্পদ উন্নয়ন মন্ত্রক৷ জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের চেয়ারম্যান ভাস্কর রামমূর্তি অনলাইন পরীক্ষার ঘোষণার সঙ্গে জানিয়েছেন, উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার পরই এই পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

.