''আমাদের মেয়েদের ছুঁলেই মৃত্যুদণ্ড'', লাভ জিহাদ রুখতে হুঁশিয়ারি অসমের মন্ত্রীর

''অসমে কোনও ছেলে নিজের পরিচয় ও ধর্ম গোপন করে বিয়ে করলে অথবা আমাদের মেয়ে ও বোনদের সম্পর্কে কোনও খারাপ কথা বললে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।''

Updated By: Oct 12, 2020, 01:05 PM IST
''আমাদের মেয়েদের ছুঁলেই মৃত্যুদণ্ড'', লাভ জিহাদ রুখতে হুঁশিয়ারি অসমের মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন- অসমের বিধানসভা নির্বাচনে বিজেপি পুনর্নির্বাচিত হয়ে এলে লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হবে। হুঁশিয়ারি দিয়ে রাখলেন অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। হুমকির সুরে তিনি জানিয়ে রাখলেন, ''আমাদের মাটিতে লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর লড়াই শুরু হবে। অসমে কোনও ছেলে নিজের পরিচয় ও ধর্ম গোপন করে বিয়ে করলে অথবা আমাদের মেয়ে ও বোনদের সম্পর্কে কোনও খারাপ কথা বললে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।''

এদিন এআইইউডিএফ  প্রধান বদ্রুদ্দিন আজমলকে সরাসরি আক্রমণ করেন হিমন্ত বিশ্বশর্মা। তিনি এদিন সাফ জানিয়ে দেন, আজমলস আর্মির চক্রান্তের জন্য নির্বাচনে বিজেপি পাঁচটি কেন্দ্রে আসন হারিয়েছে। কিন্তু একই ভুল বিজেপি আর করবে না। তিনি এদিন বলেন, ''আমরা প্রতিজ্ঞা করেছি, আজমলস আর্মির কেউ আমাদের মেয়েদের স্পর্শ করলেই তাঁদের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। বহু মুসলিম ছেলে সোশ্যাল মিডিয়ায় নিজেদের পরিচয় গোপন করে অসমের মেয়েদের প্রেমের ফাঁদে ফেলছে। লাভ জিহাদ এখন অসমের মেয়েদের কাছে সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা আমাদের সমাধান করতে হবে। না হলে আগামী দিনে আরও বড় বিপদ আমাদের মেয়েদের জন্য অপেক্ষা করছে।'' 

আরও পড়ুন-  বিরাট বিদ্যুৎ বিপর্যয় মুম্বইতে! বন্ধ ট্রেন, হাসপাতালগুলিকে সতর্কবার্তা BMC-র

২০২১ সালের মার্চ-এপ্রিল মাসে অসমে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। মোট ১২৬টি আসনে হবে অসমের নির্বাচন। এদিন বিশ্বশর্মা বলেন, ''আজমলস আর্মির চক্রান্তের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। না হলে এই সংস্কৃতি ও সভ্যতাকে বাঁচানো যাবে না। এমনকী অসমের মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে না। নির্বাচনে বিজেপি পুনর্নির্বাচিত হয়ে না এলে আগামী ১৫ বছরের মধ্যে অসম আর বসবাসের যোগ্য থাকবে না। তাই এখনই জেগে ওঠার সময়।''

.