১৮ মে প্রকাশিত হবে আইসিএসই ও আইএসসির ফলাফল

আগামী ১৮ মে প্রকাশিত হতে চলেছে আইসিএসই(দশম শ্রেণি) ও আএসই(দ্বাদশ শ্রেণি) পরীক্ষার ফলাফল। ওই দিন সকাল সাড়ে ১১টা থেকে ফলাফল জানা যাবে বলে ঘোষণা করেছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস(সিআইএসসিই)।

Updated By: May 14, 2015, 10:05 PM IST
১৮ মে প্রকাশিত হবে আইসিএসই ও আইএসসির ফলাফল

ওয়েব ডেস্ক: আগামী ১৮ মে প্রকাশিত হতে চলেছে আইসিএসই(দশম শ্রেণি) ও আএসই(দ্বাদশ শ্রেণি) পরীক্ষার ফলাফল। ওই দিন সকাল সাড়ে ১১টা থেকে ফলাফল জানা যাবে বলে ঘোষণা করেছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস(সিআইএসসিই)।

যেই ওয়েবসাইটে জানা যাবে ফলাফল-

www.ExamResults.net
http://CISCE.ExamResults.net/

এছাড়াও www.examresults.net-এ রেজিস্টার করলে তাদের কাছে চলে যাবে ফলাফল সংক্রান্ত ই-মেল।

এই বছর আইসিএসই পরীক্ষা শুরু হয় ২৬ ফেব্রুয়ারি, শেষ হয় ৩০ মার্চ। আইএসই পরীক্ষা শুরু হয় ৯ ফেব্রুয়ারি, শেষ হয় ১ এপ্রিল। ২০১৪ সালে আইসিএসই-র সর্বাধিক নম্বর ছিল ৯৮.২৮% ও আইএসইর সর্বাধিক নম্বর ছিল ৯৫.২৭%।

 

.