'আমিই মাস্টারমাইন্ড', জেরায় ভেঙে পড়লেন হানিপ্রীত

Updated By: Oct 11, 2017, 11:35 AM IST
'আমিই মাস্টারমাইন্ড',  জেরায় ভেঙে পড়লেন হানিপ্রীত

ওয়েব ডেস্ক:  জেরায় চরম অসহযোগিতা, নিস্পৃহ আচরণ, মুখ না খোলা- এসবই পন্থা বিফলে গেল। হরিয়ানা পুলিসের গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট)-এর চাপের মুখে ভেঙে পড়লেন রাম রহিমের 'পালিত কন্যা' হানিপ্রীত। পুলিসের সব অনুমান সত্যি করে, হানিপ্রীত নিজেই জেরায় স্বীকার করে নিলেন, তিনিই 'মাস্টারমাইন্ড'।

পুলিসের দাবি, জেরায় হানিপ্রীত স্বীকার করে নিয়েছেন, পঞ্চকুলার হিংসার ঘটনার 'মাস্টারমাইন্ড' তিনিই। কীভাবে তিনি সেদিন পঞ্চকুলা সহ পাঞ্জাবের বিভিন্ন জায়গায় হিংসা ছড়ানোর ছক কষেছিলেন, তাও জানিয়ে দিয়েছেন পুলিসের কাছে।

তদন্তে যে সব তথ্য উঠে এসেছে,

হানিপ্রীত স্বীকার করেছেন, পঞ্চকুলায় হিংসা ছড়ানোর জন্য তিনি একটি গাইডম্যাপ তৈরি করেছিলেন

১৭ অগাস্ট ডেরার অনুগামীদের নিয়ে একটি বৈঠক করেছিলেন হানিপ্রীত

২৫ অগাস্ট রাম রহিমের সাজা ঘোষণা হলে কী করা হবে, বৈঠকে তা স্থির করেন হানিপ্রীত

কোথায় কোথায় দাঙ্গা লাগানো হবে, তার একটি ব্লু প্রিন্ট তৈরি করেছিলেন তিনি

প্ল্যাটের সফটকপি ল্যাপটপে সংরক্ষিত রেখেছিলেন হানিপ্রীত

ডেরার বিভিন্ন অনুগামীদের হিংসা ছড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল

হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁদেরকে নির্দেশ দিয়েছিলেন হানিপ্রীত

গোটা বিষয়টিই তিনি আড়ালে থেকে নিয়ন্ত্রণ করেছিলেন

হানিপ্রীতের স্বীকারোক্তি ও পঞ্চকুলার হিংসা সংক্রান্ত যাবতীয় তথ্য ল্যাপটপে সেভ করা হয়েছে বলে আদালতের কাছে জানিয়েছে পুলিস। খুব শীঘ্রই তা প্রকাশ্যে আনা হবে। 

.