কোনও অন্যায় করিনি, বিতর্ক এড়াতেই সরে দাঁড়ালাম: অশ্বিনী কুমার
সবে মাত্র কালকেই মন্ত্রিত্ব হারিয়েছেন। আর আজ সাংবাদিক সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করে প্রাক্তন আইনমন্ত্রী অশ্বিনী কুমার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কথাতেই তিনি ইস্তফা দিয়েছেন। শনিবার নয়া দিল্লিতে সাংবাদিক সম্মেলনে অশ্বিনী কুমার জানালেন কোল-গেট ইস্যুতে সিবিআইকে প্রভাবিত করা নিয়ে অযথা বিতর্ক এড়াতেই তিনি পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
সবে মাত্র কালকেই মন্ত্রিত্ব হারিয়েছেন। আর আজ সাংবাদিক সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করে প্রাক্তন আইনমন্ত্রী অশ্বিনী কুমার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কথাতেই তিনি ইস্তফা দিয়েছেন। শনিবার নয়া দিল্লিতে সাংবাদিক সম্মেলনে অশ্বিনী কুমার জানালেন কোল-গেট ইস্যুতে সিবিআইকে প্রভাবিত করা নিয়ে অযথা বিতর্ক এড়াতেই তিনি পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
প্রাক্তন আইনমন্ত্রী আজ সাংবাদিকদের বলেন `` আমার বিবেকের কাছে আমি সম্পূর্ণ পরিষ্কার।``
আজ তাঁর বাসভবনে সাংবাদিকরা কোল-গেট ইস্যুতে সিবিআইকে প্রভাবিত করার বিষয়টি নিয়ে তাঁকে প্রশ্ন করলে অশ্বিনী কুমার উল্টে মন্তব্য করেন `সুপ্রিম কোর্ট আমার বিরুদ্ধে কোনও বিরূপ মন্তব্য করেনি।``
তবে নিজের পিঠ বাঁচাতে আজ প্রাক্তন আইনমন্ত্রী কৌশলে কংগ্রেসের কোর্টে বল ঠেলে দিয়ে বলেছেন দলের একজন বিশ্বস্ত পদাতিক সেনা হিসাবে যা যা করণীয় তিনি ঠিক সেটাই করেছেন। এই নিয়ে কংগ্রেসের কেউই তাঁর প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন না বলে দাবি করেছেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা।
আজকের সাংবাদিক সম্মেলনের শেষে অশ্বিনী কুমার বলেন যে তিনি বিশ্বাস করেন শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে।