ফ্লিপকার্টে DSLR-এর অর্ডার করে ডেলিভারি এল পাথর ও খেলনা ক্যামেরা
ওয়েব ডেস্ক : একটা ভালো ক্যামেরার অনেকদিনের শখ। হায়দরবাদের যুবক তাই ফ্লিপকার্টে একটা ডিএসএলআর অর্ডার করেছিলেন। ডেলিভারি আসা মাত্র তড়িঘড়ি প্যাকিং খুলতে যান তিনি। কিন্তু প্যাকিং খুলেই চক্ষু চড়কগাছ। শখের ডিএসএলআর-এর জায়গায় একটা খেলনা ক্যামেরা। সেইসঙ্গে পাথরের টুকরো।
২৪ বছরের যুবক বিনয় নাগোলের বাসিন্দা। উপ্পলের একটি চাল কারখানায় কাজ করেন বিনয়। ৪ সেপ্টেম্বর অনলাইনে ফ্লিপকার্টে ক্যাননের ডিএসএলআর ক্যামেরা বুক করেন তিনি। যার দাম ছিল ৪১,০০০ টাকা। পরদিন, ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ডেলিভারি বয় তাঁকে একটি পার্সেল দিয়ে যান। যা খুলতেই চমকে ওঠেন বিনয়।
কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে, অভিযোগ অস্বীকার করা হয়। পাল্টা বিনয়কে বলা হয় ফ্লিপকার্টের তরফে একটি ডিএসএলআর ক্যামেরা-ই ডেলিভারি করা হয়েছে। এরপর ডেলিভারি বয়ের সঙ্গেও যোগাযোগ করেন বিনয়। সেই ছেলেটিও দাবি করে, প্যাকিং করা পার্সেল সে খোলেনি।
এই ঘটনায় ইতিমধ্যেই পুলিসে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।