বর পেটানোয় ভারতীয় নারীরা বিশ্বের তিন নম্বর

বিকেলে অফিস সেরে বাড়ি ফেরার নামেই বুক দুরুদুরু? সব সময় ভয়, কি জানি কী মুডে আছেন গিন্নি?  শ্রীমতীর ভয়ঙ্করী রূপ স্মরণে এলেই হাত পা ঠাণ্ডা হয়ে যায়?  রাগের চোটে বৌ মাঝে মধ্যেই দু চার ঘা লাগাচ্ছেন, সঙ্কোচে কাউকে বলতেও পারেন না। আর দুঃখ করবেন না। কারণ আপনি একা নন। এ দেশে আপনার মতো অনেকেই আছেন। রাষ্ট্র সঙ্ঘের সমীক্ষা বলছে বর পেটানোয় ভারতীয় নারীরা তিন নম্বরে।  ভারতীয় পতিব্রতাদের পিছনে ফেলে প্রথমে আছেন ক্লিওপেট্রার দেশ মিশরের মহিলারা। দ্বিতীয় স্থানে ব্রিটেন। 

Updated By: Mar 6, 2017, 09:00 AM IST
বর পেটানোয় ভারতীয় নারীরা বিশ্বের তিন নম্বর

ওয়েব ডেস্ক: বিকেলে অফিস সেরে বাড়ি ফেরার নামেই বুক দুরুদুরু? সব সময় ভয়, কি জানি কী মুডে আছেন গিন্নি?  শ্রীমতীর ভয়ঙ্করী রূপ স্মরণে এলেই হাত পা ঠাণ্ডা হয়ে যায়?  রাগের চোটে বৌ মাঝে মধ্যেই দু চার ঘা লাগাচ্ছেন, সঙ্কোচে কাউকে বলতেও পারেন না। আর দুঃখ করবেন না। কারণ আপনি একা নন। এ দেশে আপনার মতো অনেকেই আছেন। রাষ্ট্র সঙ্ঘের সমীক্ষা বলছে বর পেটানোয় ভারতীয় নারীরা তিন নম্বরে।  ভারতীয় পতিব্রতাদের পিছনে ফেলে প্রথমে আছেন ক্লিওপেট্রার দেশ মিশরের মহিলারা। দ্বিতীয় স্থানে ব্রিটেন। 

ভাবছেন, নারী নির্যাতনের খবরইতো শোনা যায়। পুরুষ নির্যাতনের ঘটনা আবার কোথায় হয়? বিশেষজ্ঞরা বলছেন, বহু ক্ষেত্রেই মুখ বুজে লাঞ্ছনা সহ্য করেন ভারতের পুরুষরা। পরিবারে, সমাজে হাসির খোরাক হয়ে উঠবেন এই সঙ্কোচেই মুখ খোলেন না তাঁরা। (সাবধান! আপনার মুখে দুর্গন্ধের পিছনে কারণ হতে পারে এগুলো

সমাজতাত্ত্বিকদের অনেকেই এই সমীক্ষাকে হেসে উড়িয়ে দিচ্ছেন না। তাঁদের মতে এটা রীতিমতো সামাজিক সমস্যা। ভারতীয় নারীদের মতো পুরুষদেরও একাংশ মানসিক ও শারীরিক লাঞ্ছনার শিকার হন। সমাজ এই সমস্যার সমাধানই করতে পারছে না। সমানাধিকারের কথা বললে পুরুষদের সমস্যাটাও মাথায় রাখা দরকার। বলছেন সমাজতাত্ত্বিকরা।

.