রাজ্যসভায় চলছে লোকপাল বিল পাশ করানোর তোড়জোড়, বিল পাস না হওয়া পর্যন্ত অনশনের রাস্তা থেকে সরছে না টিম আন্না
দীর্ঘ টানাপোড়েনের পর, সংসদের চলতি অধিবেশনে লোকপাল বিল পাস করানোর তোড়জোড় চলছে। স্বাভাবিক ভাবেই এই তত্পরতাকে নিজেদের লড়াইয়ের ফসল হিসেবে দেখছে টিম আন্না। কিন্তু বিল পাস না হওয়া পর্যন্ত অনশনের রাস্তা থেকে সরে আসতে তারা নারাজ।
দীর্ঘ টানাপোড়েনের পর, সংসদের চলতি অধিবেশনে লোকপাল বিল পাস করানোর তোড়জোড় চলছে। স্বাভাবিক ভাবেই এই তত্পরতাকে নিজেদের লড়াইয়ের ফসল হিসেবে দেখছে টিম আন্না। কিন্তু বিল পাস না হওয়া পর্যন্ত অনশনের রাস্তা থেকে সরে আসতে তারা নারাজ।
লোকসভায় পাস হয়ে গিয়েছে। কিন্তু সর্বসম্মতির অভাবে ২০১১ সালের ডিসেম্বর থেকে রাজ্যসভায় ঝুলে রয়েছে লোকপাল বিল। দিল্লিতে আম-আদমি পার্টির নাটকীয় উত্থান এবং প্রবল জনমতের চাপে পড়ে শেষ পর্যন্ত সংসদের চলতি অধিবেশনে লোকপাল বিল পাস করানোর তোড়জোড় চলছে। দীর্ঘ লড়াইয়ের পর এই কর্মকাণ্ডে আশার আলো দেখছেন আন্না হাজারে। কিন্তু বিল পাস না হওয়া পর্যন্ত, অনশন আন্দোলনের রাস্তা থেকে যে তিনি সরছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন প্রবীণ সমাজকর্মী।
শুক্রবার রাজ্যসভায় পেশ হওয়া সত্ত্বেও লোকপালের সংশোধিত খসড়া বিল নিয়ে কোনও বিতর্ক হয়নি। মৃল্যবৃদ্ধি ইস্যুতে সমাজবাদী পার্টির বিক্ষোভের কারণে মুলতুবি হয়ে যায় অধিবেশন। এর জন্য সমাজবাদী পার্টিকে সতর্ক করেছেন আন্না হাজারে।
লোকপাল নিয়ে সংসদে যে তত্পরতা শুরু হয়েছে, তা নিয়ে সন্তোষপ্রকাশ করেছেন টিম আন্নার সদস্য সন্তোষ হেগড়ে। একেবারে গোড়ায় তাঁরা যে খসড়া বিল তৈরি করেছিলেন, তার যদি সামান্য হেরফেরও হয়, তারপরেও এই বিল জনস্বার্থে দারুণ ভাবে কাজে লাগবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
যদিও এবিষয়ে পুরো ভিন্নমত আম আদমি পার্টি। রাজ্যসভার সিলেক্ট কমিটি খসড়া বিলে যে ষোলটি সংশোধনী দাবি করেছে, তার মধ্যে চোদ্দটি মেনে নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। যে দুটি সুপারিশ কেন্দ্র মানতে চায়নি তা হল,
কোনও সরকারি প্রতিনিধি দুর্নীতিতে অভিযুক্ত হলে প্রাথমিক তদন্ত শুরুর আগে তিনি আত্মপক্ষ সমর্থন করতে পারবেন না
দুর্নীতি তদন্তে লোকপাল নিয়োজিত সিবিআই অফিসারদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অন্যত্র বদলি করা যাবে না
কেন্দ্রের দাবি, এই নিয়মে সিবিআইয়ের কাজ বাধা পাবে। যদিও আমআদমি পার্টি কেন্দ্রের এই যুক্তি মানতে নারাজ।
সংসদে বহুজন সমাজপার্টি, সমাজবাদী পার্টির মতো কিছু দল এখনও লোকপাল বিলের বিরোধিতায় সরব। তবু আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছনোর বিষয়ে আশাবাদী কংগ্রেস।