গঙ্গায় ভাসছে শয়ে শয়ে লাশ, বক্সারের পর এবার আতঙ্ক ছড়াল গাজিপুরে

বক্সারের ঘটনা নিয়ে সেখানকার এসডিও-র দাবি, গঙ্গায় ১০-১২টি লাশ ভাসতে দেখা গিয়েছে। মনে হচ্ছে ওইসব লাশ কমপক্ষে ৭ দিনের পুরনো

Updated By: May 11, 2021, 06:26 PM IST
গঙ্গায় ভাসছে শয়ে শয়ে লাশ, বক্সারের পর এবার আতঙ্ক ছড়াল গাজিপুরে

নিজস্ব প্রতিবেদন: বিহারের বক্সারের পর এবার উত্তরপ্রদেশের গাজিপুর। গঙ্গায় ভাসতে দেখা গেল শয়ে শয়ে মৃতদেহ। এলাকার লোকজনের অনুমান, ওইসব মৃতদেহ করোনা রোগীদের।

গঙ্গায় ওইসব লাশ ভাসতে থাকার খবর চাউর হতেই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অধিকাংশেরই অনুমান, ওইসব শবদেহ করোনা রোগীদের। তাই পচতে থাকা ওইসব দেহ থেকে এলাকায় করোনা ছড়াতে পারে। কোথা থেকে ওইসব লাশ এল তা নিয়ে তদন্ত শুরু করেছে এলাকার প্রশাসন।

আরও পড়ুন-ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়, জলমগ্ন রাস্তাঘাট

এনিয়ে গাজিপুরের(Gazipur) জেলা শাসক এম পি সিং সংবাদসংস্থা এএনআই-কে বলেন, 'গঙ্গায় ভাসতে থাকা লাশের খবর পেয়েছি। আমাদের অফিসাররা এলাকায় গিয়েছেন। কোথা থেকে ওইসব লাশ এল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।'

উল্লেখ্য, সোমবার বিহারের বক্সারে গঙ্গায়(Ganga) এভাবেই কমপক্ষে একশো লাশ ভাসতে দেখা গিয়েছিল। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এনিয়ে কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী গডেন্দ্র সিং শেখাওয়াত টুইট করেন,'বক্সারে গঙ্গায় যে লাশ ভাসতে দেখা গিয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোথা থেকে ওইসব মৃতদেহ এল তা খতিয়ে দেখতে হবে রাজ্য সরকারকে।"

আরও পড়ুন-Cowin App: বাংলায় ২ দফা টিকা পেয়েছেন মাত্র ৩.৩ শতাংশ মানুষ

বক্সারের ঘটনা নিয়ে সেখানকার এসডিও-র দাবি, 'গঙ্গায় ১০-১২টি লাশ ভাসতে দেখা গিয়েছে। মনে হচ্ছে ওইসব লাশ কমপক্ষে ৭ দিনের পুরনো। গঙ্গায় এভাবে দেহ ভাসিয়ে দেওয়ার রেওয়াজ এখানে নেই। প্রশাসন ওইসহ দেহের শেষকৃত্য়ের ব্যবস্থা করছে।'

.