জেনে নিন, আপনার আধার কার্ডের ঠিকানা অনলাইনে কীভাবে বদলাবেন
আপনার আধার কার্ডের নামে কি কিছু ভুল রয়েছে? ঠিক করতে হবে? বা বদলাতে হবে আপনার বাড়ির ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নাম্বার ও মেল আইডি? সবটাই আপনি করতে পারবেন অনলাইনে UIDAI পোর্টালের মাধ্যমে। কীভাবে করবেন? চলুন জেনে নেওয়া যাক-
ওয়েব ডেস্ক : আপনার আধার কার্ডের নামে কি কিছু ভুল রয়েছে? ঠিক করতে হবে? বা বদলাতে হবে আপনার বাড়ির ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নাম্বার ও মেল আইডি? সবটাই আপনি করতে পারবেন অনলাইনে UIDAI পোর্টালের মাধ্যমে। কীভাবে করবেন? চলুন জেনে নেওয়া যাক-
১) প্রথমে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
https://ssup.uidai.gov.in/web/guest/update
২) ছবিতে যেমন দেখা যাচ্ছে, ক্লিক করুন 'আপডেট আধার ডিটেইলস অনলাইন'।
৩) এবার আপনার আধার নাম্বার দিন ও OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ড জেনারেট করুন।
৪) মনে রাখুন, OTP আসবে আপনার রেজিস্টার্ড ফোন নাম্বারে।
৫) এবার এই OTP, টেক্সট ভেরিফিকেশন-এর নির্দিষ্ট জায়গায় লিখুন।
৬) আপনাকে বিকল্প বেছে নিতে দেওয়া হবে। কী করতে চান আপনি? নাম, জন্মতারিখ, লিঙ্গ, ঠিকানা বদল- কোনটা?
৭) ঠিকানা পরিবর্তন বিকল্পটি বেছে নিন।
৮) নতুন ঠিকানা দিন।
৯) এবার পরবর্তী ধাপ। যেখানে আপনাকে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
১০) আপনি দুটি BPO সার্ভিস প্রোভাইডারের বিকল্প পাবেন। যেকোনও একটি বেছে নিন।
১১) এবার সাবমিট করুন।
১২) এই পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর আপনাকে একটি URN নাম্বার দেওয়া হবে।
১৩) এই নাম্বারটির মাধ্যমে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার আবেদনের স্ট্যাটাসটি এখন কী পর্যায়ে আছে।
১৪) এবার আপনি ফাইনাল সাবমিট করুন।
আরও পড়ুন, জিওকে চ্যালেঞ্জ, BSNL-এর দুর্দান্ত আনলিমিটেড ফ্রি কল প্ল্যান