Bulldozer Justice: অভিযুক্তের বাড়িঘর বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া বেআইনি, স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Bulldozer Justice: পুরসভার আইন না মানার কারণেই বুলডোজার ব্যবহৃত হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে বলে স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট

Updated By: Sep 2, 2024, 02:20 PM IST
Bulldozer Justice: অভিযুক্তের বাড়িঘর বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া বেআইনি, স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

রাজীব চক্রবর্তী: বুলডোজার-রাজে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের। 'বুলডোজার জাস্টিস' বন্ধ করতে শীঘ্রই গাইডলাইন দেবে দেশের শীর্ষ আদালত। সোমবার এক মামলার শুনানিতে এ কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ।

আরও পড়ুন-'দিদির ছবি না রাখলে ব্যবসা করতে দেবে না তৃণমূল,' মিষ্টির দোকানে মহাপুরুষদের সঙ্গেই 'শোভা' পাচ্ছেন মমতা!

অপরাধী বা অভিযুক্তের বাড়িঘর বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া আইনের পরিপন্থী বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ফলে এনিয়ে স্বভাবতই বড় ধাক্কা খেল উত্তরপ্রদেশ-সহ একাধিক বিজেপি-শাসিত রাজ্যের 'বুলডোজার জাস্টিস'। সুপ্রিম কোর্টের মতে, কোনও অভিযুক্ত, সন্দেহভাজন এমনকী, দোষীর বাড়িও বুলডোজারে ভাঙ্গা আইনসঙ্গত নয়। এ বিষয়ে দেশের প্রত্যেক রাজ্যের জন্য প্রযোজ্য গাইডলাইন জারি করবে সুপ্রিম কোর্ট। বুলডোজারে বাড়ি ভাঙার ঘটনা আইনের পরিপন্থী বলে স্পষ্ট জানাল সুপ্রিম কোর্ট।

উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে অপরাধে অভিযুক্তদের বাড়ি বুলডোজারে ভাঙার প্রবণতার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে।

বিরোধিতা করে সলিসিটর জেনারেল তুষার মেহতার দাবি করেন, বুলডোজার তখনই ব্যবহার করা হয় যখন পুরসভার আইন না মানা হয়।

পুরসভার আইন না মানার কারণেই বুলডোজার ব্যবহৃত হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে বলে স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে বুলডোজারে বাড়ি ভাঙার ক্ষেত্রে সুনির্দিষ্ট 'প্যান ইন্ডিয়া গাইডলাইন' তৈরি করবে শীর্ষ আদালত।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.