ভিক্টোরিয়ার দেশে স্বীকৃতি পেলেও, ভিক্টোরিয় আইনের গেরোয় অস্বীকৃত সমকাম
ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট সমকামিতাকে অপরাধ বলায় দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। এ বিষয়ে বিশ্বের অন্যান্য দেশের আইন কী বলছে?
ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট সমকামিতাকে অপরাধ বলায় দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। এ বিষয়ে বিশ্বের অন্যান্য দেশের আইন কী বলছে?
ভিক্টোরিয় নৈতিকতার দোহাই দিয়ে ১৮৬০ সালে লর্ড মেকলের তৈরি করা আইনই বর্তমান ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা। যে ধারা বলছে, প্রকৃতির নিয়মবিরুদ্ধ যে কোনও যৌন সংসর্গই অপরাধ। যার মানে দাঁড়াচ্ছে ৩৭৭ ধারা অনুযায়ী এ দেশে সমলিঙ্গ যৌন সম্পর্ক আইনবিরুদ্ধ। খোদ ব্রিটেনে সমকামিতা আইনি স্বীকৃতি পেলেও তাদের তৈরি করে যাওয়া আইনের বলে ভারতে সমকামিতা এখনও অপরাধ। যদিও, এশিয়ার বিভিন্ন দেশে সমকামিতার আইনি স্বীকৃতি রয়েছে।
শ্রীলঙ্কা, চিন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, কুয়েত, ইরাক, বাহরিন, জর্ডন, ইজরায়েলে সমকামিতা আইনসিদ্ধ। তবে, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, আফগানিস্তান, উজবেকিস্তান, সৌদি আরব, ইরান, লেবানন, ইয়েমেন, সিরিয়া, কাতার, মালদ্বীপ, মালয়েশিয়ায় সমলিঙ্গ যৌনসম্পর্ক আইনত অবৈধ।
আফ্রিকা মহাদেশে দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার, জিম্বাবোয়ে, মরিশাস, মালি, সেশেলসের মতো রাষ্ট্র সমকামীদের অধিকার মেনে নিয়েছে। মানেনি কেনিয়া, নাইজিরিয়া, আলজিরিয়া, মিশর, লিবিয়া, সুদান।
ইউরোপের সব দেশেই সমকামিতার আইনি স্বীকৃতি রয়েছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বাদে উত্তর আমেরিকার সব দেশে সমকামিতা আইনসিদ্ধ। দক্ষিণ আমেরিকায় গায়না ছাড়া অন্য সব দেশই সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডেও সমকামিতার আইনি বৈধতা রয়েছে।
যদিও, আরব দুনিয়ার কয়েকটি রাষ্ট্রে সমলিঙ্গ যৌন সংসর্গের দায়ে মৃত্যুদণ্ডেরও আইনি সংস্থান রয়েছে।