ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড নিয়ে ছবি নিষিদ্ধ করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রক

Updated By: Aug 21, 2014, 09:01 PM IST
ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড নিয়ে ছবি নিষিদ্ধ করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রক

আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের ওপর তৈরি পঞ্জাবি ছবি। কিন্তু তার আগে ছবির বিশেষ কিছু অংশের ওপর ক্লিয়ারেন্স সার্টিফিকেট দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। অভিযোগ, ছবির টিম সেন্সর বোর্ডকে মোটা টাকা দিয়ে মুক্তির অনুমতি আদায় করেছে। এমনকী, অপত্তিজনক কিছু থাকলে ছবি নিষিদ্ধও হতে পারে।

সোমবার এই অভিযোগে মুম্বই থেকে সেন্সরবোর্ডের চিফ এক্সিকিউটিভ রাকেশ কুমারকে গ্রেফতার করেছে পুলিস। কউম দে হিরে বা ডায়মন্ডস অফ দ্য কমিউনিটি ছবিতে দেখা যাবে কীভাবে অপারেশন ব্লুস্টারের বদলা নিতে ইন্দিরা গান্ধীর শিখ দেহরক্ষী তাঁকে হত্যা করে। কিছুদিন আগে যুব কংগ্রেস সদস্য বিক্রমজিত্‍ চৌধুরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জানান ছবিতে ইন্দিরার হত্যাকারীদের হিরো হিসেবে দেখানো হয়েছে। যদিও, ছবির পরিচালক রবিন্দর রবি জানিয়েছেন ছবিতে কোনও হিরো বা ভিলেন চরিত্র নেই।

ছবি যাতে দেশের শান্তি নষ্ট না করে সেই বিষয়ে সতর্ক করেছেন পঞ্জাবের বিজেপি নেতারাও। গান্ধী হত্যার পর দিল্লি দাঙ্গায় মারা যান বহু শিখ। পুলিসের গুলিতে মারা যান গান্ধীর এক হত্যাকারী বিন্ত সিং। অপর হত্যাকারী সতওয়ন্ত সিংয়ের পরে মৃত্যুদণ্ড হয়।

 

 

.