করোনার জেরে এ বার সবজিও বেচবেন মুম্বইয়ের ডাব্বাওয়ালা!

বাণিজ্যনগরীর মাটিতেই নতুন করে বাঁচার রাস্তা খোঁজা!

Updated By: Dec 7, 2020, 07:25 PM IST
করোনার জেরে এ বার সবজিও বেচবেন মুম্বইয়ের ডাব্বাওয়ালা!

নিজস্ব প্রতিবেদন: আর টিফিনবক্স নয়, এবার বাজারের থলি। পুরনো পেশার পাশেই চলবে নতুন পেশা। যে শহর এত বছর তাঁদের মুখে অন্ন জুগিয়েছে, সেই শহরের মাটিতেই তাঁরা নতুন করে বাঁচার রাস্তা খুঁজে নিচ্ছেন। 

তাঁরা হলেন মুম্বইয়ের ডাব্বাওয়ালা। কেউ বলে টিফিনওয়ালা। বাণিজ্য়নগরীকে ঘিরে প্রায় ১২৫ বছরের ব্যবসা তাঁদের। ব্যস্ত মুম্বইকারদের খাওয়া-দাওয়ার দায়িত্ব তাঁদেরই কাঁধে। প্রায় ৫০০০ ডাব্বাওয়ালা কাজ করেন মুম্বইয়ে। গ্রাহকসংখ্যা প্রায় দু'লাখ। 

তবে করোনা-উত্তর যুগে বিরাট ধাক্কা খেয়েছে এই ব্যবসা। ডাব্বাওয়ালাদের ইউনিয়নের তরফ থেকে মাসে ৫০০০ টাকার প্রতিশ্রুতি ছিল। কিন্তু কয়েক মাস ধরে তা-ও বন্ধ। তাই পেশা নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা করতেই হচ্ছে তাঁদের। মানুষকে খাবার পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁরা এ বার চাষের জমি থেকে টাটকা তরি-তরকারিও পৌঁছে দেবেন তাঁদের।

আসলে অতিমারী পরিস্থিতিতে অনেকে বাজার যেতে ভয় পাচ্ছেন। তাই তাঁদের হাতের কাছে আনাজ পৌঁছে দিতে পারলে মন্দ হবে না। কিছু রোজগারও হবে।

also read: ভাগ্যদেবী সহায় চাষির, ২০০ টাকার লিজের জমিতে মিলল লাখ লাখ টাকার অমূল্য রতন!

.