Hemant Soren: তদন্তে অসহযোগিতা, ED এবার গ্রেফতার করতে পারে মুখ্যমন্ত্রীকে!

এর আগে গত বছর মুখ্যমন্ত্রীর কাছের লোক পঙ্কজ মিশ্রর কাছে থেকে নগদ এবং ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে প্রায় ২০ কোটি তাকা উদ্ধার করেছিল ইডি। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি একে৪৭ এবং সরেনের দেওয়া চেক পাওয়া যায়।

Updated By: Dec 14, 2023, 01:37 PM IST
Hemant Soren: তদন্তে অসহযোগিতা, ED এবার গ্রেফতার করতে পারে মুখ্যমন্ত্রীকে!
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার বিপাকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে তদন্তকারী অফিসারদের পাঠানো ৬টি সমনের পরেও তিন হাজিরা দেননি। জানা গিয়েছে টানা ষষ্ঠবার ইডি-র সমন এড়িয়ে যাওয়ায় একটি মানি লন্ডারিং মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করার বিষয়ে ভাবনা চিন্তা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সূত্র মারফৎ জানা গিয়েছে যে সোরেনের জিজ্ঞাসাবাদ তদন্তের জন্য গুরুত্বপূর্ণ এবং সমনের বিরুদ্ধে তার আপিল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করেছে।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খনি ও জমি কেলেঙ্কারি সহ একাধিক মামলায় দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তিনি সম্প্রতি নেপাল থেকে নির্বাসিত একজন মাওবাদীর থেকে পাওয়া অভিযোগের বিষয়ে তদন্তের অধীনে রয়েছেন। অভিযোগ তার গ্যাং মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তিদের সুরক্ষা অর্থ দিয়েছেন।

আরও পড়ুন: Indore: 'এখন ইচ্ছে করছে না', সেক্সে নারাজ লিভ-ইন সঙ্গিনীকে মেরেই ফেলল...

মঙ্গলবার, সোরেন ইডি-র রাঁচি অফিসে হাজিরা এড়িয়ে যান। সেখানে তাকে একটি জমি কেলেঙ্কারির তদন্তে বিবৃতি রেকর্ড করার জন্য ডাকা হয়েছিল। এইভাবে ধারাবাহিক প্রত্যাখ্যান তাকে ইডি হেফাজতের কাছাকাছি নিয়ে সেছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যখন আদালত, সমনকে তার চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করার সময়, তাকে তদন্ত সংস্থাকে সহযোগিতা করার নির্দেশ দেয়। অনেকেই মনে করছেন এই মুহুর্তে, ‘তার কাছে বিকল্প নেই’।

এর আগে গত বছর মুখ্যমন্ত্রীর কাছের লোক পঙ্কজ মিশ্রর কাছে থেকে নগদ এবং ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে প্রায় ২০ কোটি তাকা উদ্ধার করেছিল ইডি। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি একে৪৭ এবং সরেনের দেওয়া চেক পাওয়া যায়।

আরও পড়ুন: Smriti Irani: 'পিরিয়ড কোনও প্রতিবন্ধকতা নয়, ছুটির দরকারই নেই'... সংসদে সওয়াল স্মৃতির

এই বছরের জানুয়ারিতে, মুখ্যমন্ত্রীর আরেক ঘনিষ্ঠ সহযোগী প্রেম প্রকাশের জামিনের আবেদনের বিরুদ্ধে তর্ক করার সময়, ইডি হাইকোর্টকে বলেছিল যে তার তদন্তে শুধুমাত্র খনি কেলেঙ্কারিতে ১০০০ কোটি টাকারও বেশি 'অপরাধের আয়' তৈরি হয়েছে। হাইকোর্টের সামনে জমা দেওয়ার সময়, ইডি বলেছিল যে প্রকাশ, সোরেনের নির্বাচনী প্রতিনিধি পঙ্কজ মিশ্র ছাড়াও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী, এবং অবৈধ খনন থেকে তৈরি 'অপরাধের আয়' সংগ্রহের জন্য দায়ী।

ইডি আরও বলেছিল যে ৫০ কোটি টাকারও বেশি বাজেয়াপ্ত করা হয়েছে সেই মামলায় যেখানে সোরেনের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.