Helicopter Crash: কপ্টার দুর্ঘটনার শেষ জীবিত যাত্রী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং প্রয়াত

শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, মুখ্য়মন্ত্রীর

Updated By: Dec 15, 2021, 01:24 PM IST
Helicopter Crash: কপ্টার দুর্ঘটনার শেষ জীবিত যাত্রী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং প্রয়াত

নিজস্ব প্রতিবেদন: তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত (CDS Bipin Rawat)। মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং আরও ১১ জন সেনা আধিকারিকের। ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং (Group Captain Varun Singh)। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হল না। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনিও।

প্রায় সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং (Group Captain Varun Singh)। বেঙ্গালুরুর সেনা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু বুধবার তিনিও হেরে গেলেন। প্রয়াত হলেন ভারতের আরও এক বীর। ফলে ওই কপ্টারে সওয়ার ১৪ জন যাত্রীর সকলেরই মৃত্যু হল। গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং (Group Captain Varun Singh) মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছে ভারতীয় বায়ু সেনা (Indian Air Force)। 

শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (PM Narendra Modi) এবং মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee)। 

দুর্ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে (CDS Bipin Rawat) উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরে তাঁরও মৃত্য়ু হয়। বিপিন রাওয়াত (CDS Bipin Rawat)-সহ সেনা আধিকারিকদের অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। রাষ্ট্রীয় মর্যাদার, সর্বোচ্চ সম্মান দিয়ে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়। 

আরও পড়ুন: Mamata Banerjee: ফাটল বাড়ল আরও! সোনিয়ার বাড়িতে বিরোধীদের বৈঠকে ডাক পেল না তৃণমূল

আরও পড়ুন: Akbar Road: বিপিন রাওয়াতের নামে হোক এই রাস্তার নাম, জোরদার দাবি তুলল বিজেপি

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.