হরিয়ানার স্কুলের পাঠ্যক্রমে যুক্ত হল ভগবত গীতা

আসন্ন শিক্ষাবর্ষ থেকে হরিয়ানায় স্কুলগুলিতে পাঠ্যক্রমে ঢুকছে ভগবত গীতা। হরিয়াণা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভের পড়ুয়াদের পড়তে হবে গীতা।

Updated By: Jan 3, 2015, 09:22 PM IST
হরিয়ানার স্কুলের পাঠ্যক্রমে যুক্ত হল ভগবত গীতা

চণ্ডীগড়: আসন্ন শিক্ষাবর্ষ থেকে হরিয়ানায় স্কুলগুলিতে পাঠ্যক্রমে ঢুকছে ভগবত গীতা। হরিয়াণা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভের পড়ুয়াদের পড়তে হবে গীতা।

হরিয়ানার শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মার ভাষায় ''আমার স্কুলের পাঠ্যক্রমে ভগবত গীতার সংযুক্তিকরণের সিদ্ধান্ত নিয়েছি। গীতা জ্ঞান, গীতা জীবনের দিশা, গীতা বিজ্ঞান, গীতাই সমাধান।''

গত বছর ডিসেম্বরে কেন্দ্রীত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ গীতাকে 'জাতীয় গ্রন্থ' ঘোষণার দাবি তোলেন।  

নয়া দিল্লিতে গীতা প্রেরণা উৎসবে অংশগ্রহণ করে বিদেশমন্ত্রী মন্তব্য করেন ''গীতা আমাদের শেখায়  মানসিক চাপকে দূরে সরিয়ে কীভাবে আনন্দের সঙ্গে বেঁচে থাকা যায়। জীবনকে ঠিক পথে চালিত করার জন্য প্রত্যেকের গীতা পড়া উচিৎ।''

 

.