বিল গেটসের বিচ্ছেদে নারীবিদ্বেষী মন্তব্য, টুইটারে ভর্ৎসনার মুখে হর্ষ গোয়েঙ্কা
হর্ষের এই টুইটের পরই শোরগোল পড়ে মাইক্রো ব্লগিং সাইটে।
নিজস্ব প্রতিবেদন- দীর্ঘ ২৭ বছরের বিবাহিত জীবনের ইতি ঘোষণা করেছেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস। অন্যদিকে মাইক্রোসফটের কর্ণধার তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস। বিচ্ছেদের ঘোষণার পর থেকে তাঁদের বিবাহিত জীবন নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। সামনে এসেছে বহু বিতর্কও। মাইক্রোসফটের অফিসে একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে থাকার কথাও প্রকাশ্যে আসছে। কিন্তু এবারে নজর কাড়ল হর্ষ গোয়েঙ্কার টুইট। বিচ্ছেদের পর নির্জনে সময় কাটাচ্ছেন মেলিন্ডা। তাই বলে পিছনে কথা হবে না তা তো নয়! এদিন টুইট করে হর্ষ গোয়েঙ্কা বলেন, এত বেশি অর্থ রোজগারের প্রয়োজন নেই যেখানে স্ত্রী স্বামীর থেকে বেশি খোরপোশের প্রতি আকর্ষিত হয়। তার থেকে নিজের জন্য খরচ করা বাঞ্ছনীয়। হর্ষের এই টুইটের পরই শোরগোল পড়ে মাইক্রো ব্লগিং সাইটে। টুইটারেত্তিরা রীতিমতো ক্ষোভ উগরে দেন। স্ত্রী বিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ জানান অনেকেই।
Bill Gates divorced.
Jeff Bezos divorced.
Moral: Don’t earn so much money that the wife finds divorce alimony more appealing than the husband. Keep spending money on yourself.
— Harsh Goenka (@hvgoenka) May 17, 2021
আরও পড়ুন: বিচ্ছেদ তো বিলের সঙ্গে, Foundation-এর সঙ্গে বন্ধুত্ব বরং আরও বাড়াবেন মেলিন্ডা
কিছু কিছু ইউজারের মতে, এই টুইটেই মুখোশ খুলে গিয়েছে আরপিজি গ্রুপের চেয়ারম্যানের। যদিও বছর ৬৩-র এই ব্যবসায়ী এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেননি।