ক্লাস শুরু হতেই বিপত্তি, একই স্কুলে করোনার আক্রান্ত ১১ পড়ুয়া ও ৮ শিক্ষক
বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখছে রাজ্য সরকার।
নিজস্ব প্রতিবেদন: স্কুল খুলে বিপাকে হরিয়ানা সরকার। সাত মাস বন্ধ থাকার পর কিছুদিন আগেই রাজ্যের স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। আর তাতেই বিপত্তি। জিন্দের একটি স্কুলে কোভিড টেস্ট করে আতঙ্ক বাড়ল প্রশাসনের। স্কুলের ১১ পড়ুয়া ও ৮ শিক্ষক কোভিড পজিটিভ।
আরও পড়ুন-কুপওয়ারায় সেনা পোস্টের ওপরে হুড়মুড়িয়ে নেমে এল তুষার ধস; নিহত ১ জওয়ান, জখম ২
স্কুলে পড়ুয়াদের মধ্যে করোনা ধরা পড়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে অবিভাবকদের মধ্যে। বাধ্য হয়েই রাজ্য সরকার নির্দেশ দিয়েছে রাজ্যে সব স্কুলে পড়ুয়া ও শিক্ষকদের কোভিড টেস্ট করা হবে।
উল্লেখ্য, আনলক ৫-এ রাজ্যের স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন শুরু হয়েছে। তার তা শুরু করেই বিপাকে রাজ্য সরকার। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখছে রাজ্য সরকার। এনিয়ে হরিয়ানা সরকারের মুখপাত্র জওহর যাদব জি মিডিয়াকে বলেন, রাজ্যের সব স্কুলেই কোভিড প্রটোকল মেনে চলা হচ্ছে। সব পড়ুয়া স্কুলে আসছে না।
আরও পড়ুন-কাল থেকে দায়িত্ব বন্টন, আজই জেলায় জেলায় পঞ্চপাণ্ডব
এদিকে, বুধবার উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করেছে ২৩ নভেম্বর থেকে রাজ্যে খুলবে কলেজ ও বিশ্ববিদ্যালয়। তবে ক্লাসে আসতে পারবে ৫০ শতাংশ পড়ুয়া।