কংগ্রেসের হরিশ রাওয়াতই থাকবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, জানাল দেরাদুন হাইকোর্ট

উত্তরাখণ্ড নিয়ে মুখ পুড়ল কেন্দ্রের। রাজ্যে ভুলভাবে রাষ্ট্রপতি শাসন জারি করেছিল কেন্দ্র। জানিয়ে দিল দেরাদুন হাইকোর্ট। একইসঙ্গে আদালত জানিয়ে দিল, কংগ্রেসের হরিশ রাওয়াতই থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Updated By: Apr 21, 2016, 06:08 PM IST
কংগ্রেসের হরিশ রাওয়াতই থাকবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী, জানাল দেরাদুন হাইকোর্ট

ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ড নিয়ে মুখ পুড়ল কেন্দ্রের। রাজ্যে ভুলভাবে রাষ্ট্রপতি শাসন জারি করেছিল কেন্দ্র। জানিয়ে দিল দেরাদুন হাইকোর্ট। একইসঙ্গে আদালত জানিয়ে দিল, কংগ্রেসের হরিশ রাওয়াতই থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

শুক্রবার বিধানসভায় আস্থা ভোট নেবেন রাওয়াত। ভোটে জিতলে উত্তরাখণ্ড শাসন করবে কংগ্রেস মন্ত্রিসভা। আদালতের রায়ে হেনস্থার পর কেন্দ্র জানিয়েছে, এবিষয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে তারা। এদিন তাঁদের রায়ে কেন্দ্রের ভূমিকার কঠোরতম সমালোচনা করেছেন বিচারপতিরা। তাঁদের মতে, রাষ্ট্রপতি শাসন জারি করাটা একেবারে শেষ উপায়। এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনও সরকার সরিয়ে দিলে নাগরিকদের মনে হতাশা তৈরি হয়। গত মার্চ মাসে গরিষ্ঠতা প্রমাণের একদিন আগে রাওয়াত সরকারকে ক্ষমতাচ্যুত করে কেন্দ্র। রাজ্যে জারি হয় রাষ্ট্রপতি শাসন। গতকালই রাষ্ট্রপতি শাসন জারির বিরোধিতা করে বিচারপতিরা মন্তব্য করেছিলেন এমনকি রাষ্ট্রপতিরও ভুল হতে পারে।

.